Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর ভরপুর রোম্যান্স, আম্রপালিকে ছাড়তেই চাইছেন না নিরহুয়া

বলিউডের পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রির গানও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভোজপুরি গান আজকাল মানুষ খুব পছন্দ করেছেন। ভোজপুরি গানের উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। বিয়ে হোক বা পার্টি, সব…

Avatar

বলিউডের পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রির গানও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভোজপুরি গান আজকাল মানুষ খুব পছন্দ করেছেন। ভোজপুরি গানের উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। বিয়ে হোক বা পার্টি, সব জায়গায় ভোজপুরি গান শোনা যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এমন কিছু তারকা আছেন যারা বলিউড তারকাদের চেয়ে বেশি আলোচিত এবং অভিনয়ের ক্ষেত্রেও কঠিন প্রতিযোগিতা দেন।

এই প্রতিবেদনে দীনেশ লাল যাদব নিরহুয়ার কথা বলা হচ্ছে। যার অভিনয় এবং কন্ঠ বেশ পছন্দ করা হয়। নিরহুয়ার কমেডি, অ্যাকশন ও রোমান্স দর্শকদের খুব পছন্দ হয় সাধারণত। বিশেষ করে আম্রপালি দুবের সঙ্গে নিরহুয়ার জুটি দর্শকদের মধ্যে অন্যতম আলোচিত বিষয়। আম্রপালি দুবে এবং নিরহুয়াকে যখনই পর্দায় একসঙ্গে দেখা যায় তখনই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরই মধ্যে তাদের একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে। ভোজপুরি গান ‘খোল দে কেভাদিয়া বেহাইল ভোর’ ইউটিউবে আবারও ট্রেন্ড করছে। এই গানের ভিডিওতে অনস্ক্রিন স্বামী-স্ত্রী দুজনকেই প্রচণ্ড রোমান্স করতে দেখা যায়। এই ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালি দুবেকে রোমান্স করতে দেখা গেছে। দুজনেই এই রোমান্টিক গান দিয়ে ইন্টারনেটের উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন।

গানটিতে আম্রপালি দুবেকে তার ফিগার ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে। নিরহুয়া এক মুহুর্তের জন্যও আম্রপালি দুবেকে ছাড়তে চান না। দু’জনকেই বন্ধ ঘরে একে অন্যের বাহু বন্ধনে আবদ্ধ। গানটিতে দুজনের রসায়ন চোখে পড়ার মতো। ‘খোলে দি কেভাদিয়া ভাইল ভোর’ গানটি গেয়েছেন কল্পনা ও রজনীশ, গানের কথা লিখেছেন শ্যাম দেহাতি এবং সংগীত দিয়েছেন রাজেশ রজনীশ। ‘ভোজপুরি এইচডি ফিল্ম’ নামের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আপলোড করা হয়েছে। গানটি এখনও পর্যন্ত ২১ লাখ ৫৮ হাজার ১৯০ বার দেখা হয়েছে।

About Author