Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাঝরাতে আগুন জ্বালিয়ে রোম্যান্স, চোখ ফেরানো মুশকিল

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট জুটি দীনেশ লাল যাদব নিরহুয়া ও আম্রপালি দুবে যখনই সিনেমার পর্দায় একসঙ্গে হাজির হন, তখনই হইচই পড়ে যায়। একাধিক ছবিতে কাজ করা এই দুই তারকাকে এখন…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট জুটি দীনেশ লাল যাদব নিরহুয়া ও আম্রপালি দুবে যখনই সিনেমার পর্দায় একসঙ্গে হাজির হন, তখনই হইচই পড়ে যায়। একাধিক ছবিতে কাজ করা এই দুই তারকাকে এখন আবারও রোমান্টিক হতে দেখা যাচ্ছে। তাদের একটি ভিডিও ইউটিউবে ফের ট্রেন্ড করছে, যেখানে আপনি দেখতে পাবেন যে নিরহুয়া এবং আম্রপালি একে অন্যের সঙ্গে জমিয়ে প্রেম করছে।

এই ভিডিওতে দুজনের রোমান্টিক রসায়ন দেখে প্রায় খেই হারিয়ে ফেলছেন তাদের প্রিয়জনরা। আমরা কথা বলছি নিরহুয়া ও আম্রপালীর ওপর চিত্রায়িত ‘দহকে বদন জারে জিয়া’ গানটির কথা, এই গানে দুজনের রসায়ন দেখে। নিরহুয়ার এই গানটি তার ‘নিরহুয়া দ্য লিডার’ ছবির। গানটির লোকেশনও বেশ সুন্দর। গানটিতে আম্রপালির দিক থেকে চোখ সরানো মুশকিল, অভিনেত্রীকে অন্যান্য সময়ের চেয়েও বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। দু’জনকেই আগুন জ্বালিয়ে রোমান্স করতে দেখা যায় এবং কখনও কখনও দোলনায় শুয়ে থাকতে দেখা যায়। গানটিতে নিরহুয়াকে অভিনেত্রী আম্রপালিকে খুব ভালোবাসতে দেখা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘দহকে বদন জারে জিয়া’ গানটি একসঙ্গে গেয়েছেন নীলকমল সিং ও প্রিয়াঙ্কা সিং, গানের কথা লিখেছেন পিয়ারে লাল যাদব এবং সংগীত দিয়েছেন রজনীশ মিশ্র। গানটি দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবের উপর চিত্রায়িত হয়েছে। এই গানটি ওয়েভ মিউজিক নামের ইউটিউব চ্যানেলে ২২ মে ২০২৩ তারিখে আপলোড করা হয়েছে, যা মাত্র ২৪ ঘন্টায় কয়েক হাজার বার দেখা হয়েছিল বলে জানা গিয়েছে।

About Author