Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: লেবু কচলে উত্তেজনা বাড়ালেন নিরহুয়া, রাতে আম্রপালির সঙ্গে ভরপুর রোমান্স, দেখুন ভিডিও

আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবের জুটি 'নিরহুয়া' ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ বিখ্যাত। দুজনের অসাধারণ রসায়ন মানুষ পছন্দ করে। সম্প্রতি আম্রপালি দুবে ও নিরহুয়ার একটি ভোজপুরি গান 'কুকার' ইউটিউবে ঝড় তুলেছে।…

Avatar

আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবের জুটি ‘নিরহুয়া’ ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ বিখ্যাত। দুজনের অসাধারণ রসায়ন মানুষ পছন্দ করে। সম্প্রতি আম্রপালি দুবে ও নিরহুয়ার একটি ভোজপুরি গান ‘কুকার’ ইউটিউবে ঝড় তুলেছে। গানটিতে আম্রপালির অসাধারণ নাচ দেখা যাচ্ছে। আম্রপালি দুবে ও নিরহুয়ার এই ভোজপুরি গানটি গেয়েছেন মধুকর আনন্দ ও ইন্দু সোনালি। গানটির কথা লিখেছেন আজাদ সিং। এই গানটি ভোজপুরি ছবি ‘কাশী অমরনাথ’-এর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি কিষাণ, দীনেশ লাল যাদব, আম্রপালি দুবে এবং স্বপ্না গিল। আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব এক সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। দুজনের জুটিকে একসঙ্গে দেখতে পছন্দ করেন দর্শকরা।

‘নিরহুয়া হিন্দুস্তানি’, ‘নিরহুয়া চলল সাসুরাল ২’, ‘দুলহান গঙ্গা পার কে’, ‘বীর যোধা মহাবলি’, ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’, ‘পাটনা জংশন’ এবং ‘নিরহুয়া রিকশাওয়ালা ২’-এর মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। আম্রপালি দুবে ২০১৪ সালে ‘নিরহুয়া হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। আম্রপালি দুবে মূলত উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার সর্বশেষ ছবি এবং ভিডিও পোস্ট করে সর্বদা শিরোনামে থাকেন। ইনস্টাগ্রামে আম্রপালি দুবের ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। এই গানের পর তার ফলোয়ার যে আরও বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন কস্টিউম অসাধারণ দেখাচ্ছিল নায়িকাকে। তেমনই রোমান্টিক মুডে নিরহুয়া।

About Author