Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Anindita-Sudip: প্রেম থেকে বিয়ে, অনিন্দিতা সুদীপের সিঁদুর পরানোর ভিডিও তুমুল ভাইরাল

কদিন আগেই অর্ণব ব্যানার্জী ও ঈপ্সিতা মুখার্জ্জীর চার হাত এক হল। সেই ছবি এখনও ঘুরছে নেটদুনিয়ায়। এবার একটা বিয়ের রেশ কাটতে না কাটতেই আরো এক বিয়ের খবর সামনে এলো। চার…

Avatar

কদিন আগেই অর্ণব ব্যানার্জী ও ঈপ্সিতা মুখার্জ্জীর চার হাত এক হল। সেই ছবি এখনও ঘুরছে নেটদুনিয়ায়। এবার একটা বিয়ের রেশ কাটতে না কাটতেই আরো এক বিয়ের খবর সামনে এলো। চার হাত এক হল অনিন্দিতা রায় চৌধুরী ও সুদীপ সরকারের। দুজনেই ছোটপর্দার পরিচিত দুই মুখ। বর্তমানে দুজনকে স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রতি মানালি দে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের বিয়ের কিছু মুহূর্তের দৃশ্য দেখা গিয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে।

সম্প্রতি অভিনেত্রী মানালি দের সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছে এই দুই তারকাকে। অনিন্দিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গেল সুদীপকে। তবে সেই সময়ও মজা করতে ছাড়েননি অভিনেতা। সেই ভিডিওই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তাদের বিয়ের গুঞ্জন বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন কাটিয়ে গাঁটছড়া বাধলেন তারা। প্রজাতন্ত্র দিবসের দিনেই আইনী বিবাহ সারলেন তারা, তার ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটিতে দেখা গিয়েছে অনিন্দিতা লাল বেনারসির সাথে সাদা কনট্রাস্ট ব্লাউজে সেজেছিলেন। হালকা সাজে খোঁপায় ছিল ফুলের মালা। সাথে অফ হোয়াইট পাঞ্জাবির সাথে লাল জহর কোট পরেছিলেন সুদীপ সরকার। গলায় দিল মালা। পর্দার সামনে তারকারা বহুবার সিঁদুর পরেন এবং পরান, কিন্তু বাস্তবে অনুভূতিটা একটু অন্যরকম হয় তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই তা অভিনেত্রীর মুখ দেখেই স্পষ্ট হয়েছে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন তারকা জগতের অনেক অভিনেতা-অভিনেত্রীরাই।

বর্তমানে অনিন্দিতা রায়চৌধুরীকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘ধূলোকণা’ ধারাবাহিকে। যেখানে চড়ুইয়ের মার চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। অন্যদিকে সুদীপ সরকারকে অভিনয় করতে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’এ। সেখানে নায়কের দাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। এই মুহূর্তে দুজনে সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ, তা বলাই বাহুল্য।

About Author