তবে এবারের জন্মদিন যীশু ফোনেই উইশ করেছেন তাঁর ঘরণীকে। কারণ যীশু সেই সময় শুটিংয়ের জন্য কলকাতার বাইরে ছিলেন। 22 শে ফেব্রুয়ারি মাঝরাতে যীশু ফিরেছেন কলকাতায়। নীলাঞ্জনা ও যীশুর বিয়ে হয়েছিল 2004 সালে। তখনও যীশু ইন্ডাস্ট্রিতে শক্ত জমি পাওয়ার জন্য লড়াই করছিলেন। যীশুর কেরিয়ার তৈরী করার জন্য, তাঁর পাশে থাকার জন্য নীলাঞ্জনা নিজের অভিনয় কেরিয়ার ছেড়ে দেন। খুব স্বল্প পুঁজি বিনিয়োগ করে যীশু ও নীলাঞ্জনা তৈরী করেন তাঁদের প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স’। ‘ব্লু ওয়াটার পিকচার্স’ থেকে প্রথমদিকে কয়েকটি বাংলা সিরিয়াল নির্মিত হয়েছিল যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এরপর যীশু মুম্বইতে অভিনয় শুরু করেন। এই মুহূর্তে ‘ব্লু ওয়াটার পিকচার্স’ কলকাতায় লাইন প্রোডিউসার হিসাবে কাজ করছে। যীশু ও নীলাঞ্জনার দুই মেয়ে রয়েছে।
নীলাঞ্জনার জন্মদিন! পার্টিতে অভিনেত্রী রচনা সহ তারকাদের মেলা, রইল জন্মদিনের সমস্ত ছবি
অভিনেতা যীশু সেনগুপ্ত (Jissu sengupta)-র স্ত্রী নীলাঞ্জনা (Nilanjana sengupta) 21 শে ফেব্রুয়ারি পার করলেন পঞ্চাশটি বসন্ত। যীশুর ঘরণী নীলাঞ্জনা একযোগে যীশুর ঘর ও প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স'-এর যাবতীয় দায়িত্ব…

আরও পড়ুন