Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্যামাকে কোলে তুলে নিয়ে তুমুল নাচলেন ‘কৃষ্ণকলি’র নিখিল, ভাইরাল হল সুপারহিট ভিডিও

সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya)ও অভিনেত্রী তিয়াসা রায় (Tiasa Roy)- এর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে তিয়াসা ও নীল জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র নিখিল-শ্যামার…

Avatar

সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya)ও অভিনেত্রী তিয়াসা রায় (Tiasa Roy)- এর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে তিয়াসা ও নীল জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র নিখিল-শ্যামার সাজে একটি ডান্স পারফরম্যান্স করেছেন।  ভিডিওতে তিয়াসার পরনে রয়েছে নীল রঙের জরিপাড় শাড়ি। তার সঙ্গে মানানসই করে তিয়াসা খোঁপায় ফুল দিয়েছিলেন। নীল-এর পরনে ছিল লাল সুতোর কারুকার্য করা কালো পাঞ্জাবি।  বলিউডের একটি বিখ্যাত রোম্যান্টিক হিন্দি গানের সঙ্গে নেচেছেন নীল ও তিয়াসা।  প্রকৃতপক্ষে, ভিডিওটি ছিল গত বছর জি বাংলা চ্যানেলের পুজোর সময়ের একটি অনুষ্ঠানের।  অনুষ্ঠানটির নাম ছিল ‘বিজয়া বৈঠক 2020’। এই অনুষ্ঠানে ‘কৃষ্ণকলি’-র চরিত্র নিখিল ও শ্যামার ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল নীল ও তিয়াসাকে। ইতিমধ্যেই ভিডিওটিতে লাইকের সংখ্যা প্রায় এক লক্ষ হয়ে গেছে।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিয়েছে 18 বছরের লিপ।   ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে।  সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমছে তার  দুর্বল চিত্রনাট্যের কারণে।  এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল।  ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য।  ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটি দর্শকদের কাছে আর পছন্দ হচ্ছে না।  তাঁরা এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান বলে জানিয়েছেন।  কিন্তু নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

About Author