Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যশ-নুসরতের প্রেম নিয়ে জোড় গুঙ্গন, তারই মাঝে নতুন পোস্ট করলেন নুসরতের স্বামী নিখিল

রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার ও অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (nusrat jahan)- এর স্বামী নিখিল জৈন (Nikhil jain) কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ হয়ে গেছিলেন।  কিন্তু এবার নিখিল ইন্সটাগ্রামে মিউজিক প্রোডিউসার সোলাঙ্কি (solanki)…

Avatar

রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার ও অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (nusrat jahan)- এর স্বামী নিখিল জৈন (Nikhil jain) কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ হয়ে গেছিলেন।  কিন্তু এবার নিখিল ইন্সটাগ্রামে মিউজিক প্রোডিউসার সোলাঙ্কি (solanki) -এর তাঁর একটি ছবি শেয়ার করলেন।  ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, রক্ত ও ভাগ্য দ্বারা তৈরী সম্পর্কের থেকেও তাঁর ও সোলাঙ্কির সম্পর্ক গভীর। প্রসঙ্গত, সোলাঙ্কি নিখিলের ছেলেবেলার বন্ধু।  নিখিল  শেষ পোস্ট করেছিলেন 2020 সালের 31 শে ডিসেম্বর। ফেসবুকে তাঁর শেষ পোস্ট ছিল 13 ই জানুয়ারি।  তবে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে দূরে সরিয়ে দেননি। তাঁর গারমেন্ট বিজনেসের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেন তিনি। তবে তাঁর পোস্টের সংখ্যা কমে যাওয়ার কারণ হলো তাঁর ও নুসরতের বিচ্ছেদের জল্পনার আঁচ থেকে তাঁর গারমেন্ট কোম্পানি ‘রঙ্গোলি’কে বাঁচানো।  কারণ নুসরত একসময় ‘রঙ্গোলি’-র মডেল ছিলেন। তবে কিছুদিন ধরে নিখিলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে।  ছবিতে নিখিলকে একটি লকার রুমে জিমের পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।  অনেকেই বলছেন, নিখিলের মুখে রয়েছে অবসাদের ছাপ। নুসরত চলে যাওয়ার কারণে নিখিল যে একা হয়ে পড়েছেন, এই ছবি তাঁর প্রমাণ।  কিন্তু এই ছবিটি প্রকৃতপক্ষে 2017 সালের।  সদ্য বিদেশ থেকে ইন্টার্নশিপ করে দেশে ফেরা নিখিল সেই সময় যথেষ্ট ফিটনেস-ফ্রিক ছিলেন। শরীরচর্চার জন্য  নিয়মিত জিমে যেতেন তিনি।  তখনও নুসরত আসেননি নিখিলের জীবনে।  সেই সময় জিমের লকার রুমে একদিন এই ছবিটি তুলেছিলেন নিখিল। এই মুহূর্তে সেই ছবিই নিখিলের অবসাদের ছবি বলে ভাইরাল করা হচ্ছে। কিন্তু মানসিক ঝড়ের মুখে পড়েও ‘রঙ্গোলি’-র কর্ণধার নিখিল নিজের কর্মকেই প্রাধান্য দেন। এই কারণে গত 31 শে ডিসেম্বর তিনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, কর্মই জীবনের প্রকৃত সত্য।

গত বছর গোড়ার দিকে  নুসরত জাহান  প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।  কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন।  এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন -এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন।  এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে  কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন  নুসরত।  ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash Dasgupta)। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে  বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি  রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত।  রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত।  এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে।  তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল।  কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত  এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান,  মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।  অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

About Author