Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমরা স্বামী-স্ত্রীর মতোই ছিলাম’, নুসরতের বিরুদ্ধে পাল্টা জবাব নিখিল জৈনের

নুসরত-নিখিল বিতর্কে একের পর এক মোড় চলেই এসেছে। এখন দুজন দুজনকে এক্কেবারে সহ্য করতে পারছেননা। এদিকে দুবছর আগে ২০১৯ সালে ১৯ শে জুন তুরস্কের বোদরুমে বেশ ধুমধাম করেই স্বপ্নের বিয়ে…

Avatar

নুসরত-নিখিল বিতর্কে একের পর এক মোড় চলেই এসেছে। এখন দুজন দুজনকে এক্কেবারে সহ্য করতে পারছেননা। এদিকে দুবছর আগে ২০১৯ সালে ১৯ শে জুন তুরস্কের বোদরুমে বেশ ধুমধাম করেই স্বপ্নের বিয়ে সারেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতায় এসে এক পাঁচতারা হোটেলে রিসেপশনের ব্যবস্থা করেন নুসরত-নিখিল। আবার এই জুটি খ্রীষ্টান মতেও বিয়ে করেছিলেন। তবে গতকাল থেকেই নুসরত-নিখিলের বৈধতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নুসরত জাহান একটি বিবৃতির মাধ্যমে জানান, আইন অনুযায়ী তাদের বিয়ে বৈধ নয়, নিখিলের সঙ্গে তিনি লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তবে নুসরতের এই উক্তির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন নুসরতের স্বামী নিখিল জৈন। তিনিও এক লম্বা বিবৃতিতে নিজের মতামত জানান।

নিখিল জানিয়েছেন, তিনি ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নুসরত কে, নুসরত মেনে নেওয়ার পর তুরস্কে বিয়ে করেন। বিয়ের পর একজন দায়িত্ববান স্বামী ও বন্ধু হিসেবে সব পরিস্থিতিতে তাঁর সঙ্গ দিয়েছেন স্ত্রীর পাশে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নুসরতের ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে।পরিবর্তনের শুরুটা হয় ২০২০ সালের আগস্ট মাস থেকে একটি এস ও এস কলকাতা শ্যুটিং শুরু করার পর থেকেই। ধীরে ধীরে বদলাতে থাকেন নুসরত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসঙ্গে থাকা কালীন অনেকবার অভিনেত্রীকে আইনি মতে রেজিস্ট্রি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন নিখিল কিন্তু তা উপেক্ষা করতেন অভিনেত্রী। এরপর গত বছর ৫ই নভেম্বর নিখিলের ফ্ল্যাট ছেড়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে বালিগঞ্জের বাড়িতে থাকতে শুরু করেন নুসরত জাহান। পরে নুসরতের কিছু ব্যক্তিগত ডকুমেন্টস যেমন নুসরতের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নুসরত এর ব্যাপারে নানান খবর শুনে খুব ভেঙে পড়েন নিখিল এবং ২০২১ এর ৮ মার্চ আলিপুর কোটে নুসরাতের বিরুদ্ধে সিভিল স্যুট ফাইল করেন নিখিল।

এতদিন এই বিষয়ে নিয়ে কাটা ছেঁড়া করতে চাননি। তবে নুসরতের বিবৃতির পর তিনি কথা বলেন। নিখিল আরও জানিয়েছেন, নুসরতের বাড়ির হোম লোনের জর্জরিত ছিলেন। তাই নিখিল তাঁর পারিবারিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে নুসরতের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান এবং সেই সময় তাদের মধ্যে কথা হয়েছিল ইন্সটলমেন্টে সেই টাকা শোধ করে দেবেন নিখিলকে। কথা মাফিক নুসরতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিখিলের পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে।

যদিও নিখিলের দাবি এখনো সম্পূর্ণ টাকা তিনি ফেরত পাননি। নিখিলের কাছে সেই সব ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। তিনি সেগুলো দেখিয়ে প্রমাণ করতে পারেন আসল ঘটনা কি। অর্থাৎ নুসরত জাহান যে গতকাল দাবি করেছিলেন তার ব্যাঙ্ক থেকে কিছু টাকা নিখিল তুলে নিয়েছেন, তার আসল কারণ নিখিল জানালেন তাঁর বিবৃতির ৮টি আলাদা পয়েন্টে ভাগ করে মাধ্যমে। এবার এদের সম্পর্ক কোন মোড় নেয় এখন এটাই দেখার।

About Author