Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব’, নিখিলের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?

নিখিল জৈন এই নামটা আগে অনেকের কাছেই অচেনা ছিল। বিগত ৩ বছর আগে শুধু নিখিল একটা নামে পরিচিত ছিল রঙ্গোলি বস্ত্র বিপনী সংস্থার কর্ণধার। এর মাঝেই নিখিলের জীবনে হঠাৎ করে…

Avatar

By

নিখিল জৈন এই নামটা আগে অনেকের কাছেই অচেনা ছিল। বিগত ৩ বছর আগে শুধু নিখিল একটা নামে পরিচিত ছিল রঙ্গোলি বস্ত্র বিপনী সংস্থার কর্ণধার। এর মাঝেই নিখিলের জীবনে হঠাৎ করে আগমন হয় নুসরত জাহান। রঙ্গোলির ব্র‍্যান্ড অ্যাএম্বাসেডর হন নুসরত তারপরই প্রেমে পড়েন দুজনে। নিজেদের প্রেমকে পরিণতি দিতে তুরষ্কে উড়ে যান। সেখানে গিয়ে ধুমধাম করে সোশ্যাল ম্যারেজ হয়। এরপরই নিখিল জৈনকে সক্কলে এক কথায় চিনতে শুরু করে। নিখিল জনপ্রিয়তা চাননি। চেয়েছিলেন নুসরতের সাথে সুখে শান্তিতে সংসার করতে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিয়ের দুবছরের মাথায় নিখিলের থেকে আলাদা হয়ে যান নুসরত।

এরপরই প্রশ্ন আসে তাহলে তুরষ্কের বিয়েটা কি? গত বছর থেকে দুজনে আলাদা থাকা শুরু করেন। ধীরে ধীরে ডিপ্রেশন নিখিলকে গ্রাস করতে থাকে। এর মাঝেই গত মাসে যখন নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মেলে তখন আর নিজেকে শান্ত রাখতে পারেননি। স্ত্রীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য দেওয়ানি মামলা রজু করেন। আর সেই মুহূর্তে নিজের বিয়ে অস্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন তাই এই মুহূর্তে বিচ্ছেদের কোনো প্রশ্ন আসেনা। এরপর নুসরত নিখিলকে নিজের ‘সহবাস সঙ্গী’ বলেন। স্ত্রীর থেকে আঘাত পেয়ে প্রথম দিকে নানান বিরহ পোস্ট করেছিলেন নিখিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এসব এখন আর পোস্ট করেননা নিখিল৷ মুভ অন করে জিম আর পাহাড়ে ভ্রমণের পোস্টে মজেছেন নিখিল। বা কখনো একাই বেরিয়ে পড়েন লং ড়্রাইভে। নিখিল কোনো স্টার না হলেও দিন যত যাচ্ছে নিখিলের অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই ইনস্টার পেজে নিখিলের ওপর নজর রাখছেন তাঁর নেটিজেনরা। সম্প্রতি নিখিল তাঁর ইনস্টাস্টোরিতে এক নতুন প্রেমের ইঙ্গিত দিলেন।

'কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব', নিখিলের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?

শনিবার নিখিলের ইনস্টা স্টোরিতে লেখা, ”তুমি যদি আমার সঙ্গে ভাল ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। তারপরই লেখা” প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টা করব না। কিন্তু তোমায় দেখার পর অন্য অনুভূতি হল, যা এর আগে কখনও আমি অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব।” আর এমন লেখা দেখেই নেটিজেনদের ধারণা মুভ অন করে নিখিল চুপিচুপি প্রেম করছে।

সত্যি কি নিখিল প্রেম করছে কিনা সেই কথা জানা যায়নি। তাহলে ওই ইনস্টা স্টোরিতে যে কথাগুলি ফুটে উঠেছে সেগুলি কার? আসলে নিখিলের কথা মার্কিন গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’-এর লাইনগুলি উঠে এসেছে তাঁর স্টোরিতে। ইনস্টা স্টোরির লেখার সঙ্গে সেই গানটিও বাজতে শোনা যাচ্ছে। তাহলে কি ট্রেভর ড্যানিয়েলের এই গানের লাইনের মধ্যে দিয়েই কি নিজের মনের কথা কাউকে বোঝাতে চাইছেন নুসরতের প্রাক্তন। সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

About Author