এমতাবস্থায় বৃষ্টিতে ভেজার দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নীলের পক্ষে মঙ্গলজনক না-ও হতে পারে। এই বিষয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটি বরাবর বিতর্কের মুখ দেখে এসেছে। তা কখনো শ্যামার মেক-আপের কারণে,কখনো শ্যামাকে স্ক্রিনে ফর্সা রং-এ উপস্থিত করার কারণে,আবার কখনো সিরিয়ালের কাহিনীর কারণে।কিন্তু তা সত্ত্বেও সিরিয়ালটির টিআরপি ভালো থাকার কারণে চ্যানেলের অন্য সিরিয়ালগুলি বন্ধ হয়ে গেলেও ‘কৃষ্ণকলি’ স্বমহিমায় বিরাজ করছে।
রিমঝিম বৃষ্টিতে রোম্যান্স শ্যামা ও নিখিলের, দেখুন ভাইরাল ভিডিও
বৃষ্টিস্নাত রোম্যান্সে মগ্ন হলেন শ্যামা ও নিখিলে। সম্প্রতি বাংলা জনপ্রিয় ডেইলি সোপ 'কৃষ্ণকলি'-র জন্য এমন একটি দৃশ্যের শুটিং করা হলো।নিখিল ওরফে নীল ভট্টাচার্য নিজের ইন্সটাগ্রামে এই ভিডিও শেয়ার করে দর্শকদের…

আরও পড়ুন