Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nidhi Shah: বাথরুমে ফটোশ্যুট করলেন সংসারী পুত্রবধূ, ছবি দেখে হতবাক মানুষ

বর্তমানের হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত নাম নিধি শাহ। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালেই নিজের অভিনয় জীবন শুরু করে দিয়েছিলেন। তবে টেলিভিশন জগৎ-এ পা রেখেছিলেন তারও দু'বছর পর…

Avatar

বর্তমানের হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত নাম নিধি শাহ। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালেই নিজের অভিনয় জীবন শুরু করে দিয়েছিলেন। তবে টেলিভিশন জগৎ-এ পা রেখেছিলেন তারও দু’বছর পর অর্থাৎ ২০১৬ সালে। মুম্বাই নিবাসী এই অভিনেত্রী যে যথেষ্ট আকর্ষণীয়, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। অভিনয়ের পাশাপাশি একাধিক ডিজিটাল বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। পরিবারের সাথে সময় কাটাতেও পছন্দ করেন নিধি, যারা একাধিক ঝলক তার নেটমাধ্যমেই রয়েছে।

আজকের অভিনেত্রী হিসাবে নেটদুনিয়ায় তার সক্রিয়তা যথেষ্ট উল্লেখযোগ্য। প্রায়ই নিজের পাশাপাশি নিজের কাজের একাধিক ঝলকও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিতে দেখা যায় নিধিকে। টেলিভিশন দর্শকদের পাশাপাশি নেটজনতার মাঝেও তার পরিচিতি রয়েছে ভালোই। সম্প্রতি নিজের ডিজাইনার ট্রাডিশনাল লুককে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার পাতায় দাবানল ছড়িয়েছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ঝলকে নিধি দুধ সাদা ডিজাইনার নেটের শাড়িতেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। পরেছিলেন স্লিভলেস ডিপ ফ্রন্ট ও ব্যাক কাটিং মানানসই ব্লাউজও। খোলা হেয়ার স্টাইলে, নিউড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। তার চোখের ভাব ভঙ্গিতে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। এদিন অভিনেত্রী খুব সম্ভবত কোন অনুষ্ঠানেই এই সাজে উপস্থিত ছিলেন। মিরর সেলফি তোলার পাশাপাশি বাথরুমের বাথটবের উপর বসেও দিয়েছিলেন পোজ। বলাই বাহুল্য অভিনেত্রীর এই দিনের একাধিক ঝলক এই মুহূর্তে ভাইরাল একাংশের মাঝে। তার রূপে মুগ্ধ নেট জনতার একাংশও। অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। হৃদয়ের ইমোজিতেই ভরেছে গোটা কমেন্টবক্স।

About Author