সাম্প্রতিক ঝলকে নিধি দুধ সাদা ডিজাইনার নেটের শাড়িতেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। পরেছিলেন স্লিভলেস ডিপ ফ্রন্ট ও ব্যাক কাটিং মানানসই ব্লাউজও। খোলা হেয়ার স্টাইলে, নিউড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। তার চোখের ভাব ভঙ্গিতে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। এদিন অভিনেত্রী খুব সম্ভবত কোন অনুষ্ঠানেই এই সাজে উপস্থিত ছিলেন। মিরর সেলফি তোলার পাশাপাশি বাথরুমের বাথটবের উপর বসেও দিয়েছিলেন পোজ। বলাই বাহুল্য অভিনেত্রীর এই দিনের একাধিক ঝলক এই মুহূর্তে ভাইরাল একাংশের মাঝে। তার রূপে মুগ্ধ নেট জনতার একাংশও। অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। হৃদয়ের ইমোজিতেই ভরেছে গোটা কমেন্টবক্স।
Nidhi Shah: বাথরুমে ফটোশ্যুট করলেন সংসারী পুত্রবধূ, ছবি দেখে হতবাক মানুষ
বর্তমানের হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত নাম নিধি শাহ। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালেই নিজের অভিনয় জীবন শুরু করে দিয়েছিলেন। তবে টেলিভিশন জগৎ-এ পা রেখেছিলেন তারও দু'বছর পর…

আরও পড়ুন