Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখতে দেবিন্দর সিংয়ের তদন্ত ভার গ্রহন করল NIA

গত ১০ জানুয়ারী জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্তা দেবিন্দর সিং-এর ঘটনার তদন্ত ভার গ্রহন করল জাতীয় তদন্ত সংস্থা বা NIA। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে NIA কে নির্দেশ দেওয়া…

Avatar

গত ১০ জানুয়ারী জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্তা দেবিন্দর সিং-এর ঘটনার তদন্ত ভার গ্রহন করল জাতীয় তদন্ত সংস্থা বা NIA। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে NIA কে নির্দেশ দেওয়া হয়েছে ওই পুলিশ কর্তা কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখার জন্য।

জানা গিয়েছে, দেবিন্দর সিং যখন দুই কমান্ডার নাভিদ বাবু ও রাফি আহমেদ রাথারের সঙ্গে জাতীয় হাইওয়ে থেকে জম্মু যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।তাদের সাথে গ্রেফতার হওয়া তৃতীয় ইরফান শাফি নামক ব্যক্তিটিকে আইনজীবী বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানাতে আয়োজিত হবে ‘কেম ছো ট্রাম্প’

দেবিন্দর সিং নামক পুলিশ কর্তা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA আইনের আওতায় গ্রেফতার হন। তার এহেন কার্যকলাপের দ্বারা গ্রেফতার হওয়ার কারনে জম্মু ও কাশ্মীর প্রশাসন তার শের-ই-কাশ্মীর পুলিশ পদক থেকে বঞ্চিত করে। সরকারি আইন অনুযায়ী, দেবিন্দর সিংয়ের এহেন ক্রিয়াকর্ম অসাধুতার পরিচ বহন করে যার ফলে ওই পদকটিকে অসম্মান করা হয়। তাই তাকে ওই পদকের সম্মান থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

About Author