সম্প্রতি অভিনেত্রী নিজের যে বোল্ড ফটোশুটেও সূত্র ধরে চর্চায় রয়েছেন, সেখানে তিনি ব্রালেস লুকেই দেখা দিয়েছেন। হালকা গোলাপি রঙের শর্ট ড্রেসে ছিলেন এদিন। খোলা চুলে নিয়েছিলেন নুড মেকাপও। পায়ে পরেছিলেন গোলাপি হাই হিলও। এই পোশাকে তার স্তনের একাংশ ছিল দৃশ্যমান। আর এই বেশেই নিজের একাধিক ঝলক শেয়ার করে নিয়ে এই মুহূর্তে একাংশের মাঝে তুমুল চর্চিত অভিনেত্রী। এমনকি এর জন্য একাংশের কাছ থেকে তাকে শুনতে হয়েছে নানা কুমন্তব্যও, যার ঝলক রয়েছে অভিনেত্রীর ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সেই। এক্ষেত্রে কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে। তবে এই ধরনের ঘটনা অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়। এমন কটাক্ষজনক ব্যাপারে বিশেষ কর্ণপাত করতে নারাজ অভিনেত্রী। এক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি।
ফের উফ মোমেন্টের শিকার Nia Sharma, ব্রালেস পোশাকে বিপত্তি, পাশ থেকে দেখা গেল
হিন্দি টেলিভিশন জগৎ'এর অন্যতম পরিচিত মুখ নিয়া শর্মা। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী কোনো না কোনো কারণে চর্চায় থাকেন। প্রায়ই একাধিক কারণে বিতর্কে জড়ান তিনি। কেরিয়ারের শুরুর সময় থেকেই একটু স্পষ্টবাদী…

আরও পড়ুন