Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা কাট-আউট পোশাকে অভিনেত্রী Nia Sharma, দেখুন অভিনেত্রীর চাবুক ফিগারের ছবি

সোশ্যাল মিডিয়া হোক বা ছোট পর্দা, নিয়া শর্মা সর্বত্র হিট। আপনি জানেন কি এশিয়ার অন্যতম 'হটেস্ট' অভিনেত্রীর তকমা রয়েছে তাঁর ঝুলিতে? তাঁর সেক্সি ফিগারে কাবু লাখ লাখ নেট জনতা। ২০১০…

Avatar

সোশ্যাল মিডিয়া হোক বা ছোট পর্দা, নিয়া শর্মা সর্বত্র হিট। আপনি জানেন কি এশিয়ার অন্যতম ‘হটেস্ট’ অভিনেত্রীর তকমা রয়েছে তাঁর ঝুলিতে? তাঁর সেক্সি ফিগারে কাবু লাখ লাখ নেট জনতা।

সাদা কাট-আউট পোশাকে অভিনেত্রী Nia Sharma, দেখুন অভিনেত্রীর চাবুক ফিগারের ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১০ সালে নিয়া ‘কালী – এক অগ্নিপরীক্ষা’-তে অণু চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন। এরপর, তিনি ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’-তে মানবী চৌধুরী চরিত্রে অভিনয় করেন। দর্শকরা তখন নিয়া শর্মাকে মিষ্টি চরিত্রে দেখতে পান। কিন্তু, সাপ যেমন খোলস পাল্টায়, ঠিক তেমন ভাবেই নিয়া নিজেকে পাল্টে নেন। দিন দিন তিনি আরো সেক্সি ও বোল্ড হয়ে উঠছেন। তার ছবি ঘিরে ছড়ায় উন্মাদনা। নেট পাতায় তার ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় তার একটা ছবি পোস্ট মানেই তিনি চর্চার খাতায়।

সাদা কাট-আউট পোশাকে অভিনেত্রী Nia Sharma, দেখুন অভিনেত্রীর চাবুক ফিগারের ছবি

সম্প্রতি, নিয়া আবারও এসেছেন চর্চায়। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবি হয়ে উঠেছে ভাইরাল। নিয়ার পোস্ট করা প্রত্যেকটি ছবিই খুবই গ্ল্যামারাস। তিনি একাধিক ওয়েস্টার্ন পোশাকে পোজ দিয়েছেন। তবে, এবার তিনি সাদা বিকিনিতে আগুন ধরিয়েছেন ইন্টারনেটের পাতায়।

সাদা কাট-আউট পোশাকে অভিনেত্রী Nia Sharma, দেখুন অভিনেত্রীর চাবুক ফিগারের ছবি

বর্তমানে, নিয়া রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মালিবু সমুদ্র সৈকতে। সেখানেই তিনি নিজেকে সাহসী লুকে ধরা দেন। সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন নিয়া শর্মা। পরনে তার দুধ সাদা ওয়ান পিস বিকিনি। বুকের খাঁজে ঝুলছে ক্রস ডিজাইনের বড় পেন্ডেন্ট। আপাতত, মাকে নিয়েই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। ঘুরে দেখছেন হাভানা, কিউবা, মায়ামি।

 

View this post on Instagram

 

A post shared by Nia Sharma (@niasharma90)

About Author