কালো পোশাকে নিজের নগ্ন পিঠের ছবি শেয়ার করলেন এই অভিনেত্রী, দেখুন ছবি

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: বর্তমানে একতা কাপুরের ড্রিম প্রজেক্ট ‘নাগিন 4’ এর মূল চরিত্রে অভিনয় করছেন নিয়া শর্মা। এশিয়ার সেক্সিয়েস্ট ওয়েমেন এর খেতাবজয়ী নিয়ার ছবি আলোড়ন তুলল ইনস্টাগ্রামে।

Advertisement

‘জামাই রাজা’ সিরিয়ালের পরই নিয়ার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। সিরিয়াল অভিনেত্রী থেকে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন তিনি। বলিউডের হাইপ্রোফাইল টেলি অভিনেত্রীদের পাশে নিয়ার নামটিও যুক্ত হয়।

Advertisement

আরও পড়ুন : গর্ভবতী হলেন অভিনেত্রী শুভশ্রী, কীভাবে? দেখুন ভিডিও

Advertisement

নিজের অঙ্গের বিভিন্ন বিহঙ্গী ভঙ্গিমার ছবি পোস্ট করতে পিছপা হন না নিয়া। সমস্ত পোশাকেই নিজেকে সাবলীলভাবে মানিয়ে সক্ষম তিনি। বিভিন্ন ইভেন্টে নিয়ার স্টাইল কনসেপ্টে বাকি অভিনেত্রীদের কপালে চিন্তার ভাঁজ এনে দেয়।

আজ সন্ধ্যেয় নিজের ইনস্টাগ্রামে ব্ল্যাকস্যুট পরা একটি ছবি শেয়ার করেন তিনি। পোশাকের পিছনে তার নগ্ন ও মসৃন পিঠ সুপষ্টভাবে চোখে পড়ছে। নিজের সুন্দর ফিগারের জন্য বরাবরই প্রসংশিত হয়েছেন তিনি। এরইমাঝে সপ্তাহান্তের রাতে এই ছবি তার ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বাড়তি পাওনা।