Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করল এনআইএ

কলকাতা: বেলেঘাটা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়। এই ঘটনার তদন্ত ভার নিয়েছে এনআইএ। তদন্তভার নিয়েই বেলেঘাটা ক্লাব বিস্ফোরণকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এনআইএ-র আধিকারিকরা। এমনকি দিল্লির এনআইএ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন কলকাতার…

Avatar

কলকাতা: বেলেঘাটা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়। এই ঘটনার তদন্ত ভার নিয়েছে এনআইএ। তদন্তভার নিয়েই বেলেঘাটা ক্লাব বিস্ফোরণকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন এনআইএ-র আধিকারিকরা। এমনকি দিল্লির এনআইএ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন কলকাতার এনআইএ আধিকারিকরা। যদিও এই বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত ফরেনসিক রিপোর্ট আসেনি, তবুও প্রাথমিক অনুসন্ধান চালিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখতে চাইছে এনআইএ।

জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই তথ্যটি হল, বোমা বাইরে থেকে ছোড়া হয়নি। ক্লাবের অন্দরেই মজুদ ছিল তাজা বোমা। এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ক্লাবের ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে স্প্লিন্টার এবং জালকাঠি। এর পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে বেলেঘাটা ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কেয়ারটেকারকে গতকাল, বুধবার তলব করা হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বেলেঘাটা ক্লাবের বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে, ক্লাবের ছাদ উড়ে গিয়েছে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনার পরই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তদন্তের দাবি জানান। এই নিয়ে আরও একবার রাজনৈতিক মহলে তোলপাড় হল, এমনটা বলাই যায়। পরবর্তী ক্ষেত্রে কী নয়া তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।

About Author