Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কমলো রেপো রেট, আগামী তিন মাস সমস্ত লোনের EMI স্থগিত, বড় ঘোষণা RBI-র

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই অবস্থায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই…

Avatar

করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই অবস্থায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই অর্থনীতির এই অবস্থায় রিজার্ভ কি করছে তা বিস্তারিত জানান। দেশের এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক প্রথম পদক্ষেপ নিলো রেপো রেট কমানো। রিজার্ভ ব্যাংকের তরফে রেপো রেট কমিয়ে ৪.৪% করা হলো। ৫.১৫% থেকে কমিয়ে রেপো রেট বর্তমানে ৪.৪% করা হলো। রেপো রেট কমানো হলো ৭৫ বেসিস পয়েন্ট।

শুধুমাত্র রেপো রেটই নয়, রিভার্স রেপো রেটও কমালো রিজার্ভ ব্যাংক। রিভার্স রেপো রেট কমিয়ে ৪% করে দেওয়া হয়েছে। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। আজ রিজার্ভ ব্যাংকের মুদ্রা নীতি কমিটির একটি বৈঠক হয়, সেখানেই করোনা পরবর্তীতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার ফলে কমবে EMI। মূলত সমস্ত ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, অর্থনৈতিক সংগঠন এবং NBFC-র ক্ষেত্রে আগামী ৩ মাসের জন্য EMI স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে দেশ জুড়ে। এই লকডাউনে দেশের অর্থনীতি অনেকটাই পড়বে বলে মত বিশেষজ্ঞদের। করোনা পরবর্তীতে ভারত কিভাবে অর্থনৈতিক বিপর্যয় সামলাবে সেদিকেই তাকিয়ে সবাই। আরবিআই গভর্নর আরও বলেন, এই ঘোষণার ফলে ১,৩৭,০০০ কোটি টাকার জোগান আসবে।

About Author