সরস্বতী পুজো মানেই শাড়ি, সকাল থেকে যেভাবে রাজ্যে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে, তাতে সকলেই চিন্তিত পুজো না মাটি হয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই সরস্বতী পুজোর সকাল থেকে হয়ে চলেছে বৃষ্টি। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়।
গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৭.৩ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বিপাকে রাজ্য সরকার, সরস্বতী পুজো উপলক্ষে ছুটি কমানো হল সরকারি কর্মীদের
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে এবং বাংলাদেশ সংলগ্ন স্থানে বৃষ্টি হবে আগামীকাল।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার পরও পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং প্রভৃতি স্থানে বৃষ্টি হবে। বৃষ্টির জেরে কয়েকদিন ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে এবং শনিবার থেকে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।