Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য স্বস্তির খবর, মার্চে হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্ক কর্মীরা মার্চের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত যে ধর্মঘট করার ডাক দিয়েছিল। সেটা স্তগিত করা হয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর তারা এই ধর্মঘট স্তগিত রেখেছে। তাদের বেতনকাঠামো …

Avatar

ব্যাঙ্ক কর্মীরা মার্চের ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত যে ধর্মঘট করার ডাক দিয়েছিল। সেটা স্তগিত করা হয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর তারা এই ধর্মঘট স্তগিত রেখেছে। তাদের বেতনকাঠামো  পুনর্গঠন এবং অন্যান্য দাবী নিয়ে কর্মচারী সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছিল।

উল্লেখ্য, শনিবারের বৈঠকে বেতন বৃদ্ধির হাড় ১৩.৫ শতাংশ থেকে শুরু করে ১৫ শতাংশে গিয়ে থেমেওছে। আর সেটাতে কর্মচারীরা সম্মতি জানিয়েছেন। এরসাথে সপ্তাহে ৫ দিন কাজ করার বিষয় নিয়ে ও বৈঠকে
আলোচনা করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সপ্তাহের শেষে অনেকটাই দাম কমলো সোনার, জানুন কত হল সোনার দাম

এর আগে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবী করেছিল কিন্তু ব্যাঙ্ক আসোসিয়েশন ১২.৫ শতাংশ পর্যন্ত রাজি হয়েছিল। তার জন্য কর্মচারীরা ১ লা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য হুমকি ও দিয়েছিল। তবে শনিবার বৈঠকের পর তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ফলে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর। তাদের আর সমস্যাতে পড়তে হবে না।

About Author