Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

WTC Final 2021: ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৮ উইকেটে ভারতকে হারিয়ে জয়ের শিরোপা পেল নিউজিল্যান্ড। এই নিয়ে দ্বিতীয় কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড, দুবারই ভারতকে হারিয়ে। ব্যাটিংইয়ে চরম ভরাডুবির পর বোলিংয়েও দক্ষতা…

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৮ উইকেটে ভারতকে হারিয়ে জয়ের শিরোপা পেল নিউজিল্যান্ড। এই নিয়ে দ্বিতীয় কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড, দুবারই ভারতকে হারিয়ে। ব্যাটিংইয়ে চরম ভরাডুবির পর বোলিংয়েও দক্ষতা দেখাতে চরম ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ১৭০ রানে সমাপ্ত হয় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের সামনে ছিল ১৩৯ রানে লক্ষ্য। ক্রিজে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা জিতে নেয় কিউয়িরা। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম যথাক্রমে ১৯ ও ৯ রানে আউট হয়ে যাওয়ার পর উইলিয়ামসন ও রস টেলর ১৩৯ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করেন। কেন উইলিয়ামসন ৫২ রান করেন। অন্যদিকে রস টেলর ৪৭ রান করে দলের এই ঐতিহাসিক হয়ে অবদান রাখেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উপর কোনোরকম চাপ তৈরি করতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। অশ্বিন ডেভন কনওয়ে ও টম ল্যাথামের উইকেট নেন। এরপর ভারত আর কোনো উইকেট তুলতে পারেনি।

গতকাল ২য় ইনিংসে ভারতের স্কোর ছিল ৬৪/২। ২য় ইনিংসের শুরুটা জোরদার করতে ব্যর্থ হন ভারতের ওপেনাররা। মাত্র ৮ রানে টিম সাউদির বলে LBW হন গিল। ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিনিও সাউদির বলে LBW হন। লিড ছিল মাত্র ৩২ রানের। অন্তিম দিনের প্রথম সেশনেই উইকেট হারান অধিনায়ক কোহলি। ১৫ রান করে কাইল জেমিসনের বলে ক্যাচ আউট হন তিনি। ঠিক তার পরের ওভারেই জেমিসনের শিকার পূজারা। ঝুলিতে ছিল মাত্র ১৫ রান। কাইল জেমিসন জোড়া উইকেট নিয়ে ভারতেকে বড়সড় ঝটকা দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর তখন ৭২। এরপর দলকে টানছিলেন ঋষভ পন্থ এবং রাহানে। দুজনে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে ফিরে যান রাহানে(১৫)। ১৬ রান করে নিল ওয়াগনারের বলে ক্যাচ আউট হন জাডেজা। এর পরই পন্থ উইকেট হারান। ৪১ রান করে ট্রেন্ট বোল্টের বলে নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্থ। অশ্বিন ও সামি যথাক্রমে ৭ ও ১৩ রান করেন। ভারতীয় ব্যাটিং লাইন আপকে তুর্কি নাচন নাচিয়েছেন কিউয়ি বোলাররা। একবার নয় দুইবারই কোহলির উইকেট নেন কাইল জেমিসন। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন টিম সাউদি(৪)। কাইল জেমিসন ২টি, ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট পান। নিল ওয়াগনার নেন ১টি উইকেট।

About Author