দেশনিউজ

New Year New Rules: ব্যাংক লকার, ক্রেডিট কার্ড সহ একাধিক নিয়মে আসবে পরিবর্তন, নতুন বছরে কী কী পাল্টাচ্ছে, দেখুন

এই নতুন বছরে একাধিক নিয়মে পরিবর্তন আনবে ভারত সরকার

Advertisement
Advertisement

কিছু দিন পর নতুন বছর শুরু হতে যাচ্ছে এবং এই নতুন বছরটি শুরু হচ্ছে অনেক পরিবর্তন নিয়ে। ব্যাঙ্ক লকার, ক্রেডিট কার্ড এবং মোবাইল সংক্রান্ত অনেক নিয়মেই পরিবর্তন আসবে এই নতুন বছরে। সেই সঙ্গে বাড়তে পারে গ্যাস সিলিন্ডারের দাম ও গাড়ির দাম। এই সমস্ত পরিবর্তন সরাসরি আপনার পকেট প্রভাবিত করবে। চলুন জেনে নেওয়া যাক, ১ জানুয়ারী, ২০২৩ থেকে কী পরিবর্তন ঘটতে চলেছে ভারতে।

Advertisement
Advertisement

গাড়ির দাম

Advertisement

নতুন বছর থেকে গাড়ির দাম বাড়বে। Maruti Suzuki, Hyundai Motor, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault, Kia India এবং MG Motors আগামী ১ জানুয়ারী, ২০২৩ থেকে গাড়ির দাম বাড়াবে৷

Advertisement
Advertisement

ব্যাঙ্ক লকারের নিয়মে পরিবর্তন হবে

গাড়ির দামের পাশাপাশি, ১ জানুয়ারি থেকে, রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত লকার হোল্ডারদের জন্য একটি চুক্তি জারি করবে এবং তাতে গ্রাহকদের স্বাক্ষর করতে হবেই। ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এই নিয়ম জারি করে দিয়েছে। আগামী বছর শুরু থেকে অন্যান্য ব্যাংকগুলোও এই নিয়ম চালু করতে চলেছে।

ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসবে

ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আসবে নতুন বছরে। HDFC ব্যাঙ্কও রিফান্ড পয়েন্ট এবং ফি স্ট্রাকচারে পরিবর্তন আনতে চলেছে৷ এর পাশাপাশি কিছু কার্ডের নিয়মে পরিবর্তন আনারও সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।

গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হবে,

অন্যান্য মাসের মতোই এই মাসেও একেবারে প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হবে। সরকারি তেল কোম্পানিগুলো প্রতি মাসের প্রথম দিকে গ্যাস সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়।

১ জানুয়ারি থেকে GST- এর নিয়মে পরিবর্তন আসবে

GST-এর নিয়মেও পরিবর্তন আসবে আগামী বছর থেকে। ৫ কোটির বেশি বার্ষিক টার্নওভারের ব্যবসায়ীদের জন্য এবার থেকে ই-ইনভয়েস তৈরি করতে হবে।

মোবাইলের নিয়মে পরিবর্তন আসবে

এই সমস্ত কিছুর পাশাপাশি, ১ জানুয়ারি থেকে প্রতিটি ফোন প্রস্তুতকারক এবং এর আমদানি ও রপ্তানি কোম্পানির জন্য প্রতিটি ফোনের আইএমইআই নম্বর নিবন্ধন আবশ্যক হবে। এর ফলে মোবাইলের ব্যবসায় এবং বিক্রিতে আসবে বড়ো পরিবর্তন। সঙ্গেই মোবাইলের দাম পরিবর্তনের সম্ভাবনাও আছে এই নতুন বছরে।

Advertisement

Related Articles

Back to top button