Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যাত্রী হয়ে বিমান ওড়াল তিতলি! বাংলা সিরিয়ালের প্রোমো তুমুল ভাইরাল নেট দুনিয়ায়

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘তিতলি’-তে এল এক নতুন ও বিপজ্জনক মোড়। তিতলির প্লেন সফরের সময় বিপদের মুখে পড়ে পাইলটের অনভিজ্ঞতায়। তিতলি সিদ্ধান্ত নেয় নিজে প্লেন চালিয়ে যাত্রীদের রক্ষা…

Avatar

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘তিতলি’-তে এল এক নতুন ও বিপজ্জনক মোড়। তিতলির প্লেন সফরের সময় বিপদের মুখে পড়ে পাইলটের অনভিজ্ঞতায়। তিতলি সিদ্ধান্ত নেয় নিজে প্লেন চালিয়ে যাত্রীদের রক্ষা করার। ‘তিতলি’-এর এই প্রোমোটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে হাস্যাস্পদ হয়েছে সিরিয়ালটি।

সবাই বলছেন, গরু যেভাবে গাছে ওঠে এবার সিরিয়ালের চিত্রনাট্য সেভাবেই গাছে উঠতে শুরু করেছে। অনেকে আবার বলেছেন, তিতলি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইলেকশনে জিতিয়ে নিয়ে আসবে। অনেকে আবার তিতলির কাছে প্লেন চালানোর ট্রেনিং নেবেন বলেছেন। আশঙ্কা করা হচ্ছে, এই ধরনের আজগুবি চিত্রনাট্যের ফলে এই সিরিয়ালের টিআরপি না নেমে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরের 13 ই জুলাই স্টার জলসায় শুরু হয় ‘তিতলি’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে তিতলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। মধুপ্রিয়া অভিনীত চরিত্র তিতলির স্বপ্ন পাইলট হওয়ার। কিন্তু সে বধির অর্থাৎ শ্রবণশক্তিহীন। কিন্তু বধির হওয়া সত্ত্বেও তিতলি কিভাবে জীবনের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, তা নিয়েই তৈরী হয়েছে এই সিরিয়ালের গল্প। কিন্তু এত সংবেদনশীল একটি বিষয়ে তৈরী সিরিয়ালের চিত্রনাট্যের এই হাল নিয়ে এই মুহূর্তে দর্শকরা যথেষ্ট শঙ্কিত।

About Author