Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“উন্নততর তৃণমূল অনলাইনে কাটমানি নেবে”, বিদ্রুপ শুভেন্দুর

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারের উদ্দেশ্যে ও অন্য দলকে নিচ দেখাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন। কিছুদিন আগেই অর্থাৎ গত বৃহস্পতিবার…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারের উদ্দেশ্যে ও অন্য দলকে নিচ দেখাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন। কিছুদিন আগেই অর্থাৎ গত বৃহস্পতিবার তপশিলি জাতি ও উপজাতিদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, “তৃণমূলের বিকল্প মা মাটি মানুষ। অন্য কেউ নয়। তৃণমূলে আরো উন্নততর তৃণমূল হবে।” এবার মমতার কথাকে বিদ্রুপাত্মক ব্যাখ্যা করলেন সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সদ্য বিজেপিতে যোগদান করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পরিবর্তন যাত্রার সূচনা গ্রামের লালগড়ে এসেছিলেন। তার সাথে ছিল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে রথযাত্রা সূচনাকালে শুভেন্দু উন্নততর তৃণমূল প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে মাননীয় নেত্রী বলেছেন উন্নত তৃণমূল নাকি তিনি দেবেন। আসলে উন্নত তৃণমূল কি?” এরপর বিদ্রুপ করে শুভেন্দু বলেছে, “এরপর যদি তৃণমূল আসে তাহলে তৃণমূল কংগ্রেস অনলাইনে কাটমানি নেবে। আর সেটাই হবে দিদির উন্নততর তৃণমূল। সেই উন্নততর তৃণমূলের রোল মডেল হবে ভাতিজা ভাইপো।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুভেন্দু অধিকারীআজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো কটাক্ষ করে বলেছেন, “দুটো কথা বললে দুজন রেগে যায়। মমতাকে জয় শ্রীরাম বললে আর ভাইপো কে তোলাবাজ ভাইপো বললে।” এছাড়াও তিনি জানিয়েছেন, “২০১১ সালে আমরা লড়েছিলাম পরিবর্তন আনার জন্য। কিন্তু আদতে পরিবর্তন কিছু হয়নি। এবার আসল পরিবর্তন করতে বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে। কেন্দ্র ও বাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার মিলে বাংলার উন্নয়নের জোয়ার আনবে।”

About Author