লকডাউনের মধ্যে বেড়ে গিয়েছে ডেটা ও ভয়েস কলিং এর ব্যবহার। প্রত্যেক গ্রাহকই এমন রিচার্জ প্ল্যান চাইছেন যাতে কম খরচে বেশি সুবিধা পাওয়া যায়। এবার এই সমস্যার সমাধান নিয়ে এলো বিএসএনএল কর্তৃপক্ষ। রমজান এবং ঈদ-উল-ফিতর ২০২০ উপলক্ষে তারা নিয়ে এসেছে একটি নতুন প্রিপেইড প্ল্যান।
জানা গিয়েছে, ৭৮৬ টাকার এই প্রিপেইড প্ল্যানটি উপলব্ধ থাকবে ৩০ দিনের প্রমোশনাল প্ল্যান হিসেবে। রমজান এবং ঈদ স্পেশাল এই প্ল্যানটিতে গ্রাহকেরা পাবেন মোট ৩০ জিবি ডেটা এবং ৭৮৬ টাকার টকটাইম। প্ল্যানটির বৈধতা ৯০ দিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে শুধুমাত্র কেরল, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের গ্রাহকেরাই এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে।
অন্যদিকে ১৮ টাকার আরও একটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। ২ দিন বৈধতা সম্পন্ন প্ল্যানটিতে গ্রাহকেরা পাবেন ১.৮ জিবি ডেটা এবং ২৫০ মিনিট ফ্রি ভয়েস কলিং।