করোনা ভাইরাসের নতুন লক্ষণ দেখা দিলো এবার। চিকিৎসকরা বলছেন, করোনার সাধারণ উপসর্গ সর্দি-কাশি বা জ্বর ছাড়াও নতুন একটি লক্ষণ দেখা যাচ্ছে। ইউরোপ ও আমেরিকার চর্ম রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পায়ের আঙুল দেখে বোঝা যাবে সে করোনায় আক্রান্ত কিনা। এই লক্ষণটি বিশেষত শিশু এবং অল্পবয়সীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। গত মার্চ মাসেই ইতালির কিছু চিকিৎসক বলেছিলেন যে, অনেক কমবয়সী রোগী আসছে যাদের পায়ের পাতা এবং আঙুলে প্রদাহ আছে। প্রদাহ গুলি অনেকটা ফ্রস্ট বাইটের মতো।
ইতালির চিকিৎসকরা প্রথম এটির নাম দেন কোভিড টোজ। তারা এটাও জানিয়েছিলেন যে, ইতালির যে অঞ্চল গুলিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি বিশেষত সেই অঞ্চলগুলি থেকেই পায়ের আঙুলে প্রদাহ নিয়ে রোগীরা আসছে। তখনই তারা জানিয়েছিলেন যে, পায়ের আঙুলের এই প্রদাহ করোনার লক্ষণ হতে পারে। কিন্তু তাঁরা এই বিষয়ে গবেষণা না করে জোর দিয়ে কিছু বলতে চাননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি, আমেরিকাতেও একই লক্ষণ দেখা যাচ্ছে। আমেরিকার বস্টনে এই লক্ষণ দেখা যাচ্ছে। যদিও চিকিৎসকরা এখনও এটাকে করোনার লক্ষণ বলতে নারাজ, কারণ এর আগে মার্চে ইতালিতে যে শিশুদের এই একই লক্ষণ দেখা গিয়েছিল তাদের করোনা ধরা পড়েনি। করোনা রোগীদের রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা, যেটা এই মুহূর্তে চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় সমস্যা। সাধারণত জ্বর, সর্দি, কাশি হলে করোনার পরীক্ষা করা হচ্ছে, কিন্তু পায়ের আঙুলে এই প্রদাহও চিকিৎসকদের যথেষ্টই চিন্তায় রেখেছে।