Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যাত্রী সুবিধার্থে আরও নতুন কিছু স্পেশাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল, থাকছে বিশেষ সুবিধা

আনলক-১ এ দেশ জুড়ে চালানো হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। এবার বাড়তে চলেছে এই স্পেশাল ট্রেনের সংখ্যা। স্পেশাল ট্রেন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা…

Avatar

আনলক-১ এ দেশ জুড়ে চালানো হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। এবার বাড়তে চলেছে এই স্পেশাল ট্রেনের সংখ্যা। স্পেশাল ট্রেন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশ এলেই চালু করা হবে এই স্পেশাল ট্রেন গুলি, এমনটাই জানা যাচ্ছে। আরও বেশি সংখ্যক যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে রেলের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে যাতে এই ট্রেন গুলি চলে তার জন্যও ব্যবস্থা করা হচ্ছে।

রেল মন্ত্রক জানিয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মুম্বাই, পশ্চিমবঙ্গের মধ্যে যাত্রী সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে স্পেশাল ট্রেন বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এই স্পেশাল ট্রেন গুলির নিয়ম হবে আগের স্পেশাল ট্রেন গুলির মতোই। রেল সূত্রে জানা যাচ্ছে, এই ট্রেন গুলিতে যাত্রার জন্য যাত্রীদের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে। সেখানে তাদের শারীরিক পরীক্ষা হবে এবং তারপরই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। যাত্রার জন্য টিকিট বুকিং ১২০ দিন অর্থাৎ চার মাস আগে করতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এছাড়া তৎকাল টিকিটের সুবিধাও দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে সারা দেশে ২৩০ টি স্পেশাল ট্রেন চলছে।নতুন এই স্পেশাল ট্রেন গুলির মাধ্যমে আরও কিছু ট্রেন বাড়তে চলেছে। রেল মন্ত্রক এই ট্রেন গুলি বিশেষ কিছু রুটে চালাতে চাইছে। এই রুট গুলির মধ্যে দিল্লি-অমৃতসর, চন্ডীগড়-পুরনো দিল্লি, দিল্লি-ভাগলপুর, যোধপুর-দিল্লি, কামাখ্যা-গোরক্ষপুর-দিল্লি, ডিব্রুগড়, ইনদওর, লখনউ এর দিকে নজর আছে রেল মন্ত্রকের।

About Author