Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন Royal Enfield Classic 350 বাইকের বুকিং শুরু আজ থেকে, জেনে নিন দাম এবং অন্যান্য বৈশিষ্ট্য

রয়েল এনফিল্ড কোম্পানিটি সম্প্রতি নতুনভাবে লঞ্চ করে দিয়েছে তাদের সর্বাধিক বিক্রি হওয়া মোটরসাইকেল ক্লাসিক ৩৫০। এই বাইকে কোম্পানি বেশ কিছু নতুন বৈশিষ্ট্য অফার করছে। ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকার…

Avatar

রয়েল এনফিল্ড কোম্পানিটি সম্প্রতি নতুনভাবে লঞ্চ করে দিয়েছে তাদের সর্বাধিক বিক্রি হওয়া মোটরসাইকেল ক্লাসিক ৩৫০। এই বাইকে কোম্পানি বেশ কিছু নতুন বৈশিষ্ট্য অফার করছে। ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ হওয়া এই বাইকটিই আপনি ১ সেপ্টেম্বর থেকে টেস্ট রাইড করার জন্য পেয়ে যাবেন। এই ক্লাসিক বাইকটি আপনি পেয়ে যাবেন পাঁচটি আলাদা আলাদা ভেরিয়েন্টে। এর মধ্যে রয়েছে হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগনালস, ডার্ক এবং ক্রোম। এই নতুন ভেরিয়েন্ট ছাড়াও আপনি বেশ কিছু কালার অপশন নতুন করে পেয়ে যাবেন যেগুলো আগে পাওয়া যেত না। ২০২৪ সালের ক্লাসিক ৩৫০ এ বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। বিগত ১২ই আগস্ট এই বাইকটিকে ভারতের বাজারে লঞ্চ করেছিল রয়েল এনফিল্ড।

জেনে নিন দাম

এই বাইকের একেবারে এন্ট্রি লেভেল ভেরিয়েন্টের দাম হবে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। এন্ট্রি লেভেল হেরিটেজ বাইকের তুলনায় নতুন কালার মডেল বিশিষ্ট হেরিটেজ মডেল কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৬ হাজার ৪২০ টাকা বেশি। এর মধ্যে রয়েছে হেরিটেজ মাদ্রাজ রেড এবং যোধপুর ব্লু। এছাড়াও হেরিটেজ প্রিমিয়াম বাইকটি আপনারা পেয়ে যাবেন মেডলিয়ান ব্রোঞ্জ রঙে। সিগনাল বাইকটি আপনারা পেয়ে যাবেন নতুন কমান্ডো স্যান্ড-রঙে। এছাড়াও ডার্ক বাইকটি আপনারা পেয়ে যাবেন দুটি আলাদা আলাদা বিকল্পে, এর মধ্যে রয়েছে গান গ্রে এবং স্টিলথ ব্লাক। সবশেষে সবথেকে দামি ভেরিয়েন্ট ক্রোম আপনারা পেয়ে যাবেন পান্না সবুজ রঙে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কি কি নতুন ফিচার থাকছে?

রয়েল এনফিল্ড ৩৫০ এর এই নতুন ভেরিয়ান্টে আপনারা পেয়ে যাবেন নতুন এলইডি হেডলাইট, নতুন এলইডি পাইলট ল্যাম্প, এনালগ স্পিডোমিটার, এর সাথেই পেয়ে যাবেন নিচে এলসিডির উপরে গিয়ার পজিশন ইন্ডিকেটর, সাথেই থাকছে একটি আপগ্রেড করার মত টাইপ সি চার্জিং পোর্ট। প্রিমিয়াম ডার্ক এবং ক্রোম বিকল্পে আপনারা পেয়ে যাবেন ট্রিপার নেভিগেশন, অ্যাডজাস্টেবল ক্লাস এবং এলইডি ইন্ডিকেটর। অতিরিক্ত মানক সুবিধা রয়েছে এই বাইকে। ক্লাসিক ৩৫০ বাইকে আপনারা পেয়ে যাবেন আগের মতই ৩৪৯cc J সিরিজের ইঞ্জিন এবং এটা হলো অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা আপনাকে ৬১০০ আরপিএম গতিতে ২০.২ বি এইচ পি শক্তি প্রদান করার ক্ষমতা রাখে। এর পাশাপাশি ৪০০০ আরপিএম গতিতে ২৭ নিউটন মিটার আউটপুট দিতে পারে এই ইঞ্জিন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পিড গিয়ার বক্স। এছাড়াও রয়েছে ১৩ লিটারের ফুয়েল ট্যাংক। সব মিলিয়ে এই বাইকটি হতে চলেছে আপনার জন্য একটা দারুন বিকল্প।

About Author