Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RBI এর নয়া নির্দেশ! বিপাকের মুখে ব্যাংক গ্রাহকরা! জেনে নিয়ে তাড়াতাড়ি করুন

আরবিআই-এর নয়া নির্দেশে বিপাকে পড়েছেন পাঞ্জাব ও মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাংকের প্রায় ৫০ হাজার গ্রাহক। ব্যাংকের কাজকর্মে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়া, ঋণের পরিমাণ আকাশছোঁয়া হওয়ায় ভবিষ্যতে এই ব্যাংকটির দেওলিয়া…

Avatar

আরবিআই-এর নয়া নির্দেশে বিপাকে পড়েছেন পাঞ্জাব ও মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাংকের প্রায় ৫০ হাজার গ্রাহক। ব্যাংকের কাজকর্মে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়া, ঋণের পরিমাণ আকাশছোঁয়া হওয়ায় ভবিষ্যতে এই ব্যাংকটির দেওলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে, প্রায় বাধ্য হয়েই হস্তক্ষেপ করে রিজার্ভ ব্যাংক। এবং এক নির্দেশিকা জারি করে জানায়, আগামী ৬ মাস ১ হাজার টাকার বেশি তুলতে পারবেন না ওই ব্যাংকের গ্রাহকরা।

এর ফলে চরম সংকটে পড়ে এই ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার, রাত থেকেই ব্যাংকের বিভিন্ন শাখায় লাইন দিতে শুরু করেন তারা। সংকটের মুখোমুখি হওয়া প্রায় ৫০ হাজার গ্রাহকের মধ্যে শুধু ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন এমন মানুষের সংখ্যা কম নয়। অনেকের বেতনের টাকাও ঢোকে এই ব্যাংকের একাউন্টে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নির্দেশের ফলে যারা সবচেয়ে সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ব্যাংকটিকে দেওলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হস্তক্ষেপ করা ছাড়া কোন উপায় ছিল না। যদিও অনেকে একে নোটবন্দির সাথে তুলনা করতে শুরু করেছেন।

About Author