Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১২৮ জিবি স্টোরেজের Poco এর 5G ফোন কিনুন ১০ হাজারের কম দামে, ব্যাপক অফার দিচ্ছে Flipkart

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা…

Avatar

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Poco। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। সম্প্রতি এই কোম্পানির একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন এসেছে যা টেক্কা দেবে অনেকে প্রিমিয়াম ফোনকেও। Flipkart-এ Poco M4 5G স্মার্টফোন কম দামে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি RAM-সহ এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন রয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Poco M4 5G-তে ৬.৫৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে এবং ৫০০০mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে যা ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরাও দেওয়া হয়েছে। আর সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। ফোনটি MediaTek Dimensity 700 প্রসেসরে চলে। ইতিমধ্যেই জিয়ো এবং এয়ারটেল 5G পরিষেবা চালু করেছে, তবে ব্যবহারকারীদের 5G সমর্থিত স্মার্টফোন থাকতে হবে। Poco M4 5G একটি ভাল বিকল্প কারণ এটি 5G সমর্থন করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Poco M4 5G-র ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের বাজার দাম ১৪,৯৯৯ টাকা, তবে Flipkart-এ এটিতে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে এই ফোনটি কেবল ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। Poco M4 5G কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং হলুদ রঙের বিকল্পে পাওয়া যায়। Flipkart-এ Poco M4 5G স্মার্টফোন কেনার জন্য একটি চমৎকার সুযোগ। কম দামে, এটি একটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ভাল ক্যামেরা এবং 5G সমর্থন সরবরাহ করে।

About Author