নতুন বছরে জিও গ্রাহকদের জন্য নিয়ে এলো এক বিশেষ অফার। লঞ্চ হল Jio 2020 Happy New Year Offer। এই অফারে ২০২০ টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল জিও। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই রিচার্জ প্ল্যানে জিও প্রিপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, সঙ্গে মিলবে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা। এর সঙ্গেই থাকছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ এসএমএস ব্যবহারের সুযোগ আর JioCinema, JioTV, JioSaavn, JioMoney JioNews-সহ সবকটি জিও অ্যাপ অবাধে ব্যবহারের সুযোগ।
এই অফারে যাঁরা Jio Phone কিনতে চান তাঁদের জন্য রয়েছে 2020 Jio Phone Happy New Year Offer। এই অফারে ১,৫০০ টাকা দিয়ে Jio Phone কিনলে এর সঙ্গেই ৩৬৫ দিনের লম্বা ভ্যালিডিটি পেয়ে যাবেন গ্রাহকরা। এর সঙ্গেই পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আর প্রতিদিন ৫০০ এমবি হাইস্পিড ডেটা। এই অফার সীমিত সময়ের জন্য….