Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের সাড়ে ৪ বছর পর, ভাত কাপড়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী

রাজা-মধুবনী এই জুটিকে কে না চেনে। টেলিপাড়ার মিষ্টি কাপল। প্রথম ধারাবাহিক ভালোবাসা ডট কম। এই ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায় এই জুটি। ওম -তোড়া রিল জুটি থেকে বাস্তব জীবনে…

Avatar

By

রাজা-মধুবনী এই জুটিকে কে না চেনে। টেলিপাড়ার মিষ্টি কাপল। প্রথম ধারাবাহিক ভালোবাসা ডট কম। এই ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায় এই জুটি। ওম -তোড়া রিল জুটি থেকে বাস্তব জীবনে রাজা মধুবনীর জুটিকে আরো বেশি ভালোবাসে বাঙালী দর্শক। এই জুটির প্রেম পর্ব ছিল বেশ মজার। ধারবাহিকের সেটেই চলতো তুমুল ঝগড়া। তবে ঝগড়া করতে ভালোবাসা বাড়ে। কিছুদিন প্রেম করে ২০১৭ সালে সাতপাকে বাধা পড়ে এই জুটি।

বিয়ের ৪ বছর পর প্রথমবার বাবা মা হন মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনির কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়, পুত্রের জন্মের পরেই রাজা সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি দিয়ে পোস্ট করে সবাইকে জানান দেয় যে তাঁর ছেলে হয়েছে, তবে ছেলের মুখ কায়দা করে ইমোজি বসিয়ে দিয়েছিল রাজা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনমাসে রাজা ও মধুবনী এখনো তাঁদের ছেলের ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি। কিন্তু তাঁদের ছেলের নাম রেখেছেন ভগবান কৃষ্ণের নামানুসারে ‘কেশব’। সেটা জানিয়েছেন এই জুটি তাঁর অনুরাগীদের। তবে ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন এই জুটি। কিন্তু কেশবকে এখনো পুরোপুরি সামনে আনেননি। তবে অনেকদিন হল মধুবনী অভিনয় থেকে বিরতি নিয়েছেন। অভিনয় থেকে বিরতি নিলেও তিনি এখন ব্যবসায়ী।উত্তর কলকাতার আহেরিটোলায মধুবনির একটি বিউটিপার্লার আছে। ছেলে আর বিউটি পার্লার নিয়ে বেশ ব্যস্ত। অন্যদিকে রাজাও ‘খড়কুটো’ ধারাবাহিক নিয়ে বেশ ভালোই রকম ব্যস্ত।

ছোট্ট একরত্তিকে নিয়েই দিনরাত কেটে যাচ্ছে মধুবনি ও রাজার জীবন। ‘কেশব’ কে পেয়ে রাজা ও মধুবনীযে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ছেলেকে পেয়ে ওম তোড়ার ভালোবাসাতে কোনো ভাঁটা পড়েনি। বরং এদের দুজনের ভালোবাসা বেড়ে গিয়েছে। সম্প্রতি নিজের পুরোনো স্মৃতিতে মজলেন অভিনেত্রী। বিয়ের সাড়ে চার বছর পর মধুবনী নিজের বৌভাতের ভাত-কাপরের কিছু ছবি পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে, সবুজ তাঁতের শাড়ী পরে, সিঁথিভর্তি সিঁদুর পরে এক্কেবারে বরের হাত থেকে ভাত-কাপড়৷ তুলে নিচ্ছেন তিনি। এই সব ছবিনিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পুরোনো দিনের স্মৃতিস্মরণ করলেন। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author