Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উন্নত প্রযুক্তি বৈশিষ্ট্যসহ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন MAHINDRA BOLERO SUV, দেখুন দাম

ভারতের বাজারে মাহিন্দ্রা কোম্পানির প্রত্যেকটি গাড়ি বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে। নতুন মাহিন্দ্রা বুলেরও এসইউভি গাড়িটি ইতি মধ্যেই ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তার পাশাপাশি এই মুহূর্তে মাহিন্দ্রার কাছে রয়েছে…

Avatar

ভারতের বাজারে মাহিন্দ্রা কোম্পানির প্রত্যেকটি গাড়ি বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে। নতুন মাহিন্দ্রা বুলেরও এসইউভি গাড়িটি ইতি মধ্যেই ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তার পাশাপাশি এই মুহূর্তে মাহিন্দ্রার কাছে রয়েছে বুলেরও নিও প্লাস। এই মুহূর্তে বোলেরো গাড়ির মধ্যে সবথেকে বড় গাড়ি হলো নিও প্লাস। সম্প্রতি এই গাড়িটির একটি শুধুমাত্র অ্যাম্বুলেন্স সংস্করণ চালু করেছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। যেহেতু ভারতের সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড এটি, তাই বুলেরও গাড়িটিও ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়।

সম্প্রতি মাহিন্দ্রা তার বুলেরও নিও প্লাস গাড়িটিকে লঞ্চ করে দিয়েছে। ভারতের বাজারে এর বিক্রি খুব দ্রুত শুরু হতে চলেছে। জানিয়ে রাখি এই গাড়িটিতে আপনি সাত সিটের অপশন পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনাদের জন্য নয় সিটার অপশন থাকছে। মাহিন্দ্রা কোম্পানিটি এই গাড়িটি ২০১৯ সাল থেকে পরীক্ষা করছে। ২০২৩ সালে এই গাড়িটি লঞ্চ করা হয়েছে। উল্লেখ করা গুরুত্বপূর্ণ, এই গাড়িটির ইঞ্জিনটি স্করপিও গাড়িটির মতো ১৩০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্সের সাথে যুক্ত হতে পারে। এর ফোর হুইল ড্রাইভ বিকল্প যদিও আপনি পাবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও থাকবে ভয়েস মেসেজিং ফিচার, রিয়ার ওয়াইপার, ব্লুটুথ অডিও সিস্টেম কানেক্টিভিটি, মিডল সিট ফোল্ডিং, অ্যান্টিগ্ল্যায়ার আইভিআরএম ফিচার। এছাড়াও রয়েছে নিরাপত্তার জন্য দুটি এয়ার ব্যাগ, ক্রুজ কন্ট্রোল এবং এবিএস সিস্টেম। এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের সাথে। মাল্টিপারপাস ভেহিকেল হিসেবে এই গাড়িটি লঞ্চ হতে পারে। এই গাড়িটি আপনি ১০ লক্ষ টাকা এক্স শোরুম মূল্যে পেয়ে যাবেন।

About Author