এবার ভারতের মাটিতেই তৈরি হবে দুটি ইঞ্জিনের ‘মেড-ইন-ইন্ডিয়া’-এর যুদ্ধ বিমান। আর এই বিমান প্রস্তুতিতে সবুজ সংকেত মিলেছে Aeronautical Development Agency(ADA)-র পক্ষ থেকে। এতদিন সিঙ্গেল ইঞ্জিনের তেজস যুদ্ধ বিমানের সফল অবতরণের সাক্ষী থেকেছে দেশ। এবার ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমান তৈরি হবে ভারতেই। এই দুটি ইঞ্জিনের যুদ্ধ বিমানটি তৈরি করতে খরচ হবে ৭ হাজার থেকে ৮ হাজার কোটি টাকা। এটি প্রস্তুত করতে সময় লাগবে ৬ বছর।
গত ২২শে মে Aeronautical Development Agency-এর বার্ষিক সাধারণ সভাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রতিনিধিত্বে এই ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমান সম্বন্ধে আলোচনা হয়। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভারতকে ‘আত্মনির্ভর’ হওয়ার ডাক দিয়েছেন। এবার সেই অনুযায়ী ভারতের মাটিতে প্রথম তৈরি হচ্ছে ‘মেড-ইন-ইন্ডিয়া’ জেটের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, নতুন যে ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমানটি তৈরি করা হবে তাতে দুটি বিমানবাহক আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্তের ডেক থেকেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। এরপর এই নতুন বিমানটি তৈরি হলে তার সঙ্গে যুক্ত হবে আইএনএস বিক্রমাদিত্য। আগামী ২০২৫ সালের মধ্যেই সম্পূর্ণ রূপে প্রস্তুতি শেষ হবে নয়া বিমানটির, এমনই আশাবাদী বিমান নির্মাতারা।