নিউজরাজ্য

শিয়ালদা লাইনে চালু হচ্ছে, ৪টি নতুন লোকাল ট্রেন, ২টি পাচ্ছে বজবজ, দেখে নিন ট্রেনের নতুন টাইম টেবিল – NEW LOCAL TRAINS IN SEALDAH DIVISION

আগামী রবিবার থেকে শিয়ালদা ডিভিশনের চারটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

আগামী রবিবার ১ অক্টোবর থেকে শিয়ালদা ডিভিশনে চারটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে বলে জানানো হয়েছে। পূর্ব রেলের নতুন টাইম টেবিল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে চারটি নতুন ট্রেন চালু করা হচ্ছে পূর্ব রেলের কিছু লাইনে। ১ অক্টোবর থেকে একটি শিয়ালদা বজবজ লোকাল ফের চালু করা হবে বলে জানা যাচ্ছে। দুপুর ২: ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৩৪১৬৮ শিয়ালদা বজবজ লোকাল। আগে ওই ট্রেন ছিল কিন্তু পরবর্তীতে এই ট্রেনটি তুলে নেওয়া হয়। তারপরে আপাতত দুপুরে শিয়ালদা থেকে প্রায় দু’ঘণ্টা বজবজগামী কোনো লোকাল ট্রেন নেই। এই ট্রেনটি চালু হলে বজবজ লাইনে সমস্যা কমবে যাত্রীদের।

Advertisement
Advertisement

অন্যদিকে ৩৪১৬৭ বজবজ শিয়ালদা লোকালের সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ৩ টে ৩৩ মিনিটে বজবজ থেকে ট্রেনটি ছাড়বে। আগে এই ট্রেনটি চালু থাকলেও পরবর্তীতে এই ট্রেন বাতিল করে দেওয়া হয়। ১ অক্টোবর থেকে আবার সেই ট্রেন ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর ফলে দুপুর ২:৪৮ মিনিটের পর আর কোন ট্রেনের জন্য লম্বা অপেক্ষা করতে হবে না। এর আগে, ৪:১৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হত যাত্রীদের।

Advertisement

৩৪৬৫১ বারুইপুর শিয়ালদা লোকাল আবার চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ১ অক্টোবর থেকে ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে সেই ট্রেনটি ছাড়বে বলে জানা যাচ্ছে। এছাড়াও, পূর্ব রেল সুত্রে খবর, ৩৪৬৫২ শিয়ালদা বারুইপুর লোকাল দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবে। ১ অক্টোবর থেকে পুনরায় এই লোকাল ট্রেন চালু হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button