Categories: দেশনিউজ

হাথরস কাণ্ড নিয়ে অদ্ভুত যুক্তি জেলাশাসকের

Advertisement

Advertisement

ইতিমধ্যেই রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ পোড়ানোর সম্পূর্ণ দায় নিয়ে নিলেন হাথরসের জেলাশাসক পরভিন কুমার লক্সর। এই দিন শুনানি চলাকালীন, আদালতে জেলাশাসক দাবি করেন ক্যানে কেরোসিন ছিল না, ছিল গঙ্গাজল।এছাড়াও ওই দিন তিনি জানিয়েছেন, জাতপাতের বৈষম্য নিয়ে উত্তেজন ছড়ানোরও আশঙ্কা ছিল।

Advertisement

এছাড়া প্রশাসনের কাছে গাপন সূ্ত্রে খবর ছিল, কেউ বা কারা এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছিল। এমনকি নির্যাতিতার দেহে পচন ধরতেও শুরু হয়েছিল। এইসব ভেবেই তিনি দেহ পুড়িয়ে দেন। অন্যদিকে জেলাশাসকের দাবি উড়িয়ে নির্যাতিতার আইনজীবী সীমা কুশওয়াহা প্রশ্ন করেছেন, কোন যুক্তিতে নির্যাতিতার দেহ তাঁর বাড়ির লোককে একবারের জন্যও দেখতে দেওয়া হয় না? এর কারণ কি?

Advertisement

এই প্রসঙ্গে পালটা মুখ্যসচিব অবনীশ অবস্থিকে আদালতের প্রশ্ন, শুধু এসপি কেন, ডিএমের বিরুদ্ধে পদক্ষেপ কেন নয়? সিটের প্রথম রিপোর্টে অভিযুক্ত শুধু এসপি, ডিএম কি ক্লিনচিট পেয়েছে? কিন্তু মুখ্য সচিবের জবাব ছিলো না। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাথরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। এই নিয়ে এখন এমনিতেই সারা উত্তরপ্রদেশ তোলপাড়।

Advertisement

ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।  কিছুদিন আগেই হাথরস-কাণ্ডে ওই দলিতকন্যার পরিবারকে যেন যথোপযুক্ত সুরক্ষা দেওয়া হয় সেকথা বলেন সুপ্রিম কোর্ট। এমনকি এই কাণ্ডে যাঁরা সম্ভাব্য সাক্ষী তাঁদেরও সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। সকলের অগোচরেই যোগী সরকার সুপ্রিম কোর্টকে হাথরস-কাণ্ডের সিবিআই তদন্তের অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছিল।

Recent Posts