Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের দরে বিক্রি হচ্ছে Honda Dio, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে এই মুহূর্তে TVS, Hero, Bajaj সহ Suzuki-র মত জনপ্রিয় কোম্পানিগুলি পেট্রোল ইঞ্জিন চালিত স্কুটার রপ্তানি করে থাকে। তবে এই সমস্ত কোম্পানির তৈরি স্কুটার গুলো স্বল্প সময়ের জন্য বাজারে…

Avatar

ভারতের বাজারে এই মুহূর্তে TVS, Hero, Bajaj সহ Suzuki-র মত জনপ্রিয় কোম্পানিগুলি পেট্রোল ইঞ্জিন চালিত স্কুটার রপ্তানি করে থাকে। তবে এই সমস্ত কোম্পানির তৈরি স্কুটার গুলো স্বল্প সময়ের জন্য বাজারে আলোড়ন সৃষ্টি করে আবার মুহূর্তের মধ্যে লোক চোখের আড়ালে অন্তর্নিহত হয়। তবে ভারতের বাজারে এমন একটি স্কুটার রয়েছে যা শুরু থেকে এখনও পর্যন্ত মানুষের প্রথম পছন্দের তালিকায় রয়েছে।

বর্তমানে এই গাড়িটি অর্ধেকেরও কম মূল্যে বিক্রি হচ্ছে। তাকে হ্যাঁ, মাত্র ২৮,০০০ টাকায় পাওয়া যাচ্ছে Honda Dio। তবে অফারটি সম্পর্কে জানার পূর্বে আমরা যদি গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 109cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা শক্তিশালী এই স্কুটারকে 7.85Ps শক্তি এবং 9.03Nm এর পিক টর্ক জেনারেট করতে সাহায্য করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি গাড়িটির মাইলেজ সম্পর্কে বলি, তবে Honda Dio প্রতি লিটার তেল ৫০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যদি এই গাড়িটির বাজার মূল্যের কথা বলি, তবে বর্তমানে গাড়িটির শোরুম মূল্য ৭২ হাজার টাকা থেকে শুরু করে ৭৮ হাজার টাকা পর্যন্ত। তবে আজকে নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে মাত্র মাত্র ২৮ হাজার টাকায় ক্রয় করতে পারবেন দুর্দান্ত এই স্কুটারটি।

আমরা আপনাদের বলি, বাজারের সেরা অন্যতম এই স্কুটারটি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির ওয়েবসাইট ড্রুমে উপলব্ধ রয়েছে। দিল্লির নম্বরে নিবন্ধিত এই গাড়িটি প্রথম মালিকের অধীনে রয়েছে। ৪৫ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করা লাল-সাদা কালারের এই স্কুটারের জন্য এর মালিক মাত্র ২৮ হাজার টাকা দাম চেয়েছেন। সময় নষ্ট না করে এক্ষুনি পূরণ করুন নিজের স্বপ্ন।

About Author