OLA ইলেকট্রিককে হারাতে ভারতে আসছে নতুন HONDA ACTIVA, পাওয়া যাবে ২৮০ কিলোমিটার রেঞ্জ

ভারতের বাজারে এই নতুন ইলেকট্রিক স্কুটার অত্যন্ত জনপ্রিয় হতে পারে বলে মনে করা হচ্ছে

Advertisement

Advertisement

ভারতের অটোমোবাইল মার্কেটে হোন্ডা অ্যাক্টিভা একটি অত্যন্ত জনপ্রিয় নাম। হোন্ডা কোম্পানিটি তার ইলেকট্রিক স্কুটার দিয়ে ভারতের বাজারে রীতিমতো রাজত্ব করছে। আর হোন্ডা কোম্পানির সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার হল এই হন্ডা অ্যাক্টিভা। খুব শীঘ্রই এই ইলেকট্রিক স্কুটারের নতুন ভেরিয়েন্ট ভারতের বাজারে আসতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চ তারিখ এবং বৈশিষ্ট্য এখনো পর্যন্ত সঠিকভাবে না জানা গেলেও, এই ইলেকট্রিক স্কুটারে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যা হয়তো এই রেঞ্জের অন্যান্য ইলেকট্রিক স্কুটারে আপনারা পাবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যায় হন্ডা কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার হণ্ডা অ্যাক্টিভার ব্যাপারে বিস্তারিত।

Advertisement

হণ্ডা অ্যাক্টিভা সম্পর্কে কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। আপাতত পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে হন্ডা কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারটি ২৮০ কিলোমিটার পর্যন্ত আপনাকে রেঞ্জ দিতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি হবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ইলেকট্রিক স্কুটারের ৪ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত। সম্প্রতি হন্ডা কোম্পানির সিইও বলেছেন, নতুন ইলেকট্রিক স্কুটারটি নিয়ে তাদের অনেক ভাবনা-চিন্তা রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে শক্তিশালী কিছু ফিচার এবং রয়েছে চমৎকার পারফরম্যান্স। সবমিলিয়ে এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পারে খুব শীঘ্রই।

Advertisement

এই নতুন হন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটি এমন মানুষদের জন্যই ভালো হবে যারা একটি শক্তিশালী এবং চমৎকার স্কুটার খুঁজছেন একেবারে বাজেট রেঞ্জে। ওলা, এথার এবং টিভিএস এর ইলেকট্রিক স্কুটারগুলির সাথে সরাসরি প্রতিযোগিতায় নামবে honda কোম্পানির এই হন্ডা অ্যাক্টিভা। দীর্ঘ পরিসর এবং দ্রুত চার্জিং এর সুবিধা আপনারা পাবেন এই ইলেকট্রিক স্কুটারের সাথে। আপনার দৈনন্দিন জীবনকে সহজ করতে পারে এই নতুন ইলেকট্রিক স্কুটার। আপনারা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই স্কুটার কিনতে পারেন। এখনো পর্যন্ত লঞ্চ না হলেও মনে করা হচ্ছে ১ লক্ষ টাকার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখবে হোন্ডা।

Advertisement

Recent Posts