সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সিঁদুর দানের সময় বিয়ের আসরে সকলের উপস্থিতিতে ঠাকুরমশাই সিঁদুর পরানোর পদ্ধতি বোঝাতে চেষ্টা করছিলেন নতুন বরকে, কিন্তু বোঝা তো দূরের কথা রীতিমত নতুন বর চোখ রাঙালো ঠাকুরমশাইকে। এরপরই চিৎকার করে সকলের সামনে সে বলে ওঠে “আমার বউকে আমিই সিঁদুর পরাবো আর কেউ নয়”। নতুন বরের মুখ থেকে এমন কথা শুনে ঐ বিয়েবাড়িতে উপস্থিত সকলেই হেঁসে ফেলেন।সসম্ভবত ঐ বিয়েবাড়িতে উপস্থিত ক্যামেরাম্যানদের মধ্যে কোন একজন এই ভিডিও ক্যামেরাবন্দি করে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এমন ভিডিও শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। এই ভিডিও দেখা মাত্রই যে কেউ হেসে ফেলছেন আপন মনে। ভিডিওটি ‘ক্যামেরাবন্দি গল্প’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ হয়েছে ৩৬ হাজারেরও বেশি। এমন ভিডিও শেয়ার হলে তা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হবে, আর সেটাই হয়েছে।
Viral: “আমার বউকে আমি সিঁদুর পরাবো”, বিয়ের আসরেই ঠাকুরমশাইকে চোখ রাঙালেন নতুন বর
প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার পাতায় হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। তাদের মধ্যে এমন খুব কম ভিডিওই থাকে যা আমাদের মুখে হাসি ফোটাতে পারে। বর্তমানের কর্মব্যস্ত জীবনে সোশ্যাল মিডিয়াকে বিনোদন মাধ্যম…

By

আরও পড়ুন