Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্মার্ট লুক ও দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ নতুন গ্ল্যামার, জেনে নিন দাম এবং ফিচার

হিরো মোটোকর্প এবার দেশীয় বাজারে তাদের নতুন বাইক লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে হিরো গ্ল্যামার নিউ এডিশন। হিরো গ্ল্যামার এমনিতেই হিরো কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি বাইক। আর এবারে…

Avatar

হিরো মোটোকর্প এবার দেশীয় বাজারে তাদের নতুন বাইক লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে হিরো গ্ল্যামার নিউ এডিশন। হিরো গ্ল্যামার এমনিতেই হিরো কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি বাইক। আর এবারে এই বাইকের একটি নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে। এই বাইকটিকে ব্ল্যাক মেটালিক সিলভার নামের নতুন পেইন্ট স্কীমের সাথে নিয়ে আসা হয়েছে। আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিনের সজ্জিত এই বাইকটি দুটি ভেরিয়ান্টে পাওয়া যাবে। প্রথমটি হল বেস মডেল অর্থাৎ ড্রাম ব্রেক ভেরিয়েন্ট যার দাম নির্ধারণ করা হয়েছে ৮৩,৫৯৮ টাকা এবং ডিস্ক ব্রেক মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৭,৫৯৮ টাকা। এই দুটি কিন্তু এক্স শোরুম দাম।

কি কি পরিবর্তন থাকছে?

নতুন পেইন্ট স্কিম ছাড়াও ২০২৪ সালের হিরো গ্ল্যামার বাইক এ কোন রকম নতুন কোন পরিবর্তন করা হয়নি। এটি আগের মতই একটি পাতলা কমিউটার ডিজাইনের সাথে আসবে। তবে নতুন কালো রঙের সাথে বাইকটিকে আগের থেকে আরো বেশি আকর্ষণীয় দেখাবে। এর কালো এবং ধূসর রং এর ডিজাইনার লুক আকর্ষণীয় করে তুলবে। ফলে বাইকটি আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগবে ডিজাইনের দিক থেকে। এছাড়াও কোম্পানি বাইকের লাইট এবং সুইচ অনেকটা আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন বাইকে একটি এলইডি হেডলাইট থাকবে, এছাড়াও থাকবে হ্যাজার্ড ল্যাম্প এবং স্টার্ট স্টপ সুইচ। নতুন ব্ল্যাক মেটালিক সিলভার কালার ছাড়াও এই বাইকটি ক্যান্ডি ব্লেজিং রেড, ব্ল্যাক স্পোর্টস রেড এবং ব্ল্যাক টেকনো ব্লু রঙে আপনারা পেয়ে যাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইঞ্জিন এবং দাম

এই নতুন গ্ল্যামার বাইকে কোম্পানি ১২৪.৭ সিসি ক্ষমতার একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি ১০.৭২ bhp শক্তি এবং ১০.৬ nm টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছন দিকে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। এই বাইকের প্রাথমিক মডেলে রয়েছে সামনে ও পিছনের দিকে ড্রাম ব্রেক এবং আপডেটেড ভার্সনে রয়েছে সামনে ডিস্কব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক। ভারতের বাজারে বর্তমানে এই বাইকটির দাম ১,২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাই সব মিলিয়ে বলতে গেলে, ২০২৪ সালে হিরো গ্ল্যামার একটা দারুন পছন্দ হতে পারে আপনার জন্য।

About Author