Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

New Garia-airport metro: অবশেষে শুরু হল আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির কাজ, কবে থেকে চালু হবে এয়ারপোর্ট মেট্রো?

স্বপ্ন পূরণের পথে আরও একটি ছোট ধাপ ফেলল নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের মেট্রো। এই মেট্রো করিডরের আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। সংস্থা কর্তাদের…

Avatar

স্বপ্ন পূরণের পথে আরও একটি ছোট ধাপ ফেলল নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের মেট্রো। এই মেট্রো করিডরের আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। সংস্থা কর্তাদের আশা, আন্ডারগ্রাউন্ড টানেলের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তারপর ২০২৪ সালের মধ্যে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ। তারপরে বাকি অংশের কাজ চলবে।

এমনিতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেশিরভাগটা মাটির উপর দিয়ে যাবে। মাটির উপরে মোট ২৪টি স্টেশন রয়েছে এবং মাত্র ৮০০ মিটার অংশ মাটির নিচ দিয়ে যাবে। ওই অংশের জন্য কাজ শুরু করা হয়েছে। এই আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের জন্য টানের বোরিং মেশিন ব্যবহার করা হবে না। তার পরিবর্তে কাট এন্ড কভার টানেলিং এর মাধ্যমে এই আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হবে। আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সংস্থা। বাকি কাজ আগামী দু মাসের শেষ করে চলতি বছরের ডিসেম্বর মাসে এই টানের পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এরপর ২০২৪ সাল থেকে সিটি সেন্টার ২ থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ পুরোপুরি চালু করা সম্ভব হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে পুরো নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু করতে এখনো কতটা সময় লাগবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে চলতি মাসে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। তারপর ধাপে ধাপে এই মেট্রো এগিয়ে আসবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জমি হস্তান্তর সংক্রান্ত নানারকম জটের কারণে বারবার আটকে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাজ। তাই জমি জট কাটাতে পারলে শীঘ্রই চালু হয়ে যাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডর। মেট্রো কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়াতে যেমন দুটি মেট্রো লাইনের মিলনস্থল হয়েছে, তেমনি হতে চলেছে বিমানবন্দর মেট্রো। একদিক থেকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। অন্যদিকে আবার নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে মেট্রো আসবে। অর্থাৎ মেট্রো জংশন হয়ে উঠবে এই বিমানবন্দর।

About Author