ভারতে এই মুহূর্তে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক এবং স্কুটার। ভারতে এই মুহূর্তে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ইলেকট্রিক বাইক এবং স্কুটার তৈরি করে থাকে। এদের মধ্যেই এমন একটি কোম্পানি হল Atumobile। সম্প্রতি এই কোম্পানিটি ভারতে তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে AtumVadar। এই ইলেকট্রিক বাইকটি একটি ক্যাফে রেসার ডিজাইনের বাইক এবং এই বাইকের প্রাথমিক নাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। তবে এই দাম সব সময় থাকবে না। প্রথম এক হাজার কাস্টমারদের জন্য এই বাইকটি ১ লক্ষ টাকার কমে দেওয়া হচ্ছে।
আপনারা যদি এই বাইক এই মুহূর্তে প্রি বুক করতে চান তাহলে আপনি মাত্র ৯৯৯ টাকা খরচা করে এই বাইকটি বুক করে নিতে পারেন। এই বাইকটি উপলব্ধ পাঁচটি রংয়ের বিকল্পে। এর মধ্যে রয়েছে লাল, সাদা, নীল, কালো এবং ধূসর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকবার যদি আপনি এই ইলেকট্রিক বাইক চার্জ করে নেন তাহলে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন। এই বাইকের সর্বাধিক গতি হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকে ২.৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার মোটর দেওয়া হয়েছে। এই বাইক তৈরি হয়েছে টিউবুলার চেসিসের ওপরে এবং এই বাইকে দেওয়া হয়েছে ১৪ লিটারের বুট স্পেস।
Atumobile এর প্রতিষ্ঠাতা ভামসি জি কৃষ্ণ বলেছেন, “আমরা আমাদের R&D বিশেষজ্ঞদের সাহায্যে এবং ভারতীয় রাস্তা এবং রাইডারদের কথা মাথায় রেখে এই বৈদ্যুতিক বাইকটি ডিজাইন করেছি। এটি একটি টেকসই বৈদ্যুতিক বাইক। নতুন AtumVader ইলেকট্রিক বাইকটি তেলঙ্গানায় কোম্পানির Patancheru কারখানায় তৈরি করা হবে। কোম্পানির দাবি যে এই কারখানাটি বছরে সর্বোচ্চ ৩ লক্ষ ইলেকট্রিক বাইকের উৎপাদন ক্ষমতা রাখে।”