Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে আসছে নতুন সস্তা ইলেকট্রিক গাড়ি TATA NANO EV, জানুন সমস্ত ফিচার এবং দাম

বাজেট মূল্যে ভারতের বাজারে যে সমস্ত চার চাকা গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি কোম্পানির একাধিক গাড়ি। maruti suzuki কোম্পানিটি মূলত সস্তা দামের মধ্যে ভালো ফিচার বিশিষ্ট গাড়ি…

Avatar

বাজেট মূল্যে ভারতের বাজারে যে সমস্ত চার চাকা গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি কোম্পানির একাধিক গাড়ি। maruti suzuki কোম্পানিটি মূলত সস্তা দামের মধ্যে ভালো ফিচার বিশিষ্ট গাড়ি ভারতীয়দের উপহার দেবার জন্য বিখ্যাত। তবে মারুতি সুজুকির এই দৌড়ে নাম লিখিয়েছে টাটা কোম্পানিটি। জানা যাচ্ছে ভারতীয় এই গাড়ি নির্মাতা কোম্পানিটি এবারে তাদের পুরনো হেরিটেজ গাড়িকে নতুন অবতারে ফিরিয়ে আনতে চলেছে। নতুনভাবে বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। গোপন সূত্রে খবর, ভারতের অটোমোবাইল বাজারে ঝড় তুলতে খুব শীঘ্রই বাজারে আসছে টাটা ন্যানো ইলেকট্রিক। এই পাঁচ সিটার ইলেকট্রিক গাড়ি মারুতি সুজুকির বাজার যে ধ্বংস করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু, প্রশ্নটা হল কি কি ফিচার থাকছে এই নতুন গাড়িতে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই গাড়ির সব থেকে বড় এক্স-ফ্যাক্টর হবে এর ইঞ্জিন এবং লুক। এই গাড়িতে থাকবে একটা দুর্দান্ত স্পোর্টি ডিজাইন। এছাড়াও থাকবে বেশ কিছু চমৎকার অত্যাধুনিক প্রযুক্তি। এই গাড়িতে আপনারা পাবেন তিনটি ড্রাইভিং মোড। ইকো নরমাল এবং স্পোর্টস মোডে আপনি চালাতে পারবেন এই নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। একবার চার্জ দিলে এই গাড়ি আপনাকে ১৫০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে আপনি এই গাড়ি চালাতে পারবেন। তবে, এই গতিবেগ আপনি অর্জন করতে পারবেন শুধুমাত্র স্পোর্টস মোডে। অন্য দুটি মোডে কিন্তু সর্বাধিক গতিবেগ মোটামুটি ১২০ কিমির কাছাকাছি থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক পাওয়ার স্টিয়ারিং ফিচার। এছাড়াও থাকবে এয়ারকন্ডিশন সিস্টেম, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ৭ ইঞ্চির টাচ স্ক্রিন মাল্টি ফাংশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সংযোগ, এবং রিমোট লকিং সিস্টেম। এত দুর্দান্ত ফিচার থাকা সত্ত্বেও কিন্তু এই গাড়ির দাম খুব একটা বেশি নয় খুব সস্তার মধ্যেই আপনারা এই গাড়িটি কিনতে পারবেন বলে জানিয়েছে টাটা কোম্পানিটি। এখনো পর্যন্ত এই গাড়ির দাম না জানা গেলেও মনে করা হচ্ছে এই গাড়ির দাম ৫ লক্ষ টাকার আশে পাশেই হবে।

About Author