গৃহসজ্জা নিয়ে বরাবরই সকলে বেশ আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ভারতে গৃহসজ্জার উপরে বেশ ভালোভাবে নজর দেওয়া হয়। নিত্য নতুন ডিজাইনের আলো কিংবা বাহারি সাজে ঘর সাজাতে সকলের বেশ ভালো লাগে। আর তাতেই গ্রামের ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। বর্তমানে নানা ইউনিক জিনিস দিয়ে ঘর সাজানোর উপকরণ তৈরি করা হচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে বিভিন্নভাবে। ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করছেন এই সমস্ত জিনিসের সূত্র ধরে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এরকমই কিছু জিনিস যার মাধ্যমে আপনি প্রচুর টাকা রোজগার করবেন প্রতিমাসে।
ফেলে দেওয়া নানান জিনিস থেকে বাড়ির মহিলারাই এখন নানা ধরনের বল স্প্রিং ফুল সহ নানা রকমের সরঞ্জাম তৈরি করছেন। মূলত কলমি গাছ থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। খালের ধারে কিংবা নদীর পাড়ে অযত্নে বেড়ে ওঠা কর্মীর গাছের ব্যবহার যেমন ভাবে বাড়তে শুরু করেছে, তাতে খুব শীঘ্রই কিন্তু প্রতিটি বাড়িতে অবসর সময়ে মহিলারা নানান জিনিস তৈরি করবেন এই কলমি শাক দিয়ে। এই কলমি শাকের মাধ্যমেই বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হবেন মহিলারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপশ্চিম মেদিনীপুরে দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই মহিলারা তৈরি করছেন কলমির বল, স্প্রিং-সহ নানা উপকরণ। বাড়িতে বসে ঘরের নানা কাজ সামলে হাতের এই কাজ করে মাসে প্রায় ১০,০০০ টাকাও রোজগার করছেন তারা। এক গৃহবধূ মালতি সাউ বলেন, প্রতিদিন পরিবার সামলে এই কাজ করে মাসিক প্রায় দশ হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।