বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব বউ কাঁদে। এটা খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু, অত্যধিক কান্নার ফলে যে কোন কনের মৃত্যু হতে পারে এটাও খুব অদ্ভুত একটি ঘটনা। তবে এই অসম্ভব একটি ঘটনা ঘটে গেছে সম্প্রতি, যা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওড়িশার যুলুন্দা গ্রামের এই ঘটনা বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।
জানা যাচ্ছে, অত্যধিক কান্নার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কনের মৃত্যু হয়েছে। উড়িশার জুলুন্দা গ্রামের গুপ্তেশ্বরি শাহের সঙ্গে বিয়ে হয় বালানগরের এক পাত্রের। তারপর যখন বিয়ে শেষ করে শ্বশুর বাড়ি যাওয়ার পালা তখন অতিরিক্ত কান্নার ফলে সে হঠাৎ করে অজ্ঞান হোয়ে পড়ে যায়। পরিবারের লোকজন সেই ঘটনা দেখে হতচকিত হয়ে যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতারপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাতে পায়ে জল দিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তার হাতে পায়ে জলের ছিটে দেওয়ায় কোনো কাজ হলো না। তারপর তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর কনের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতার বাবা জানাচ্ছেন, সে বিয়ের আগে মানসিক অবসাদে ভুগছিল। তবে চিকিৎসকরা বলছেন, অত্যধিক কান্নার জন্য তার মৃত্যু হয়েছে।