রাফ অ্যান্ট টাফ, আর বোল্ড লুকে আর কুল এক্সপ্রেশনে হট লুকে ছবির জন্য পোজ দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই উষ্ণ ময়ী আবেদনে ভরপুর সেই ভিডিও দেখে শুভশ্রীর অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। তবে একদল সমালোচক এই ভিডিও দেখে কটাক্ষ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলেছেন শুভশ্রী। যা মোটেও ফ্যাশন ফিলিংস আনছে না! বরং মনে করিয়ে দিচ্ছে, ভূতের সিনেমার কথা’। আবার একজন লিখেছেন, ‘ভয় পেয়েছি প্রথম অংশটা দেখে’, আর একজনের মতে, ‘হাসিটা যেমন ভয়ানক, তেমন ছবি তোলার সময় মুখটাও’-র মতো নানা কমেন্ট পড়েছে সেখানে। তবে এই ভিডিও বেশ ভালোই ভাইরাল নেট দুনিয়াতে।
Subhashree Ganguly: ‘হাসিটা ভয়ানক’, শুভশ্রী-র ফোটোশ্যুটের ভিডিও দেখে ভয় পেয়েছে নেটিজেনরা!
টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী। এই অভিনেত্রী সবসময়ই নিজের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। এখন অভিনেত্রীর ভরা সংসার। ছেলে আর স্বামীকে দিব্যি সংসার করছেন। ইউভান বড় হতেই…

By

আরও পড়ুন