Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“ড্রাগ নিয়ে সাইকেল চালানোর মজাই কিছু আলাদা” আক্রমণ সালমান খানকে

লকডাউনে সালমান খান কি কি করেননি বলুন তো? কখনো নিজে হাতে ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করেছেন তো কখনো ট্রাকটার চালিয়েছেন আবার কখনো সারা গায়ে মাটি লাগিয়ে কৃষকদের সন্মানের কথাও বলেছেন।…

Avatar

লকডাউনে সালমান খান কি কি করেননি বলুন তো? কখনো নিজে হাতে ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করেছেন তো কখনো ট্রাকটার চালিয়েছেন আবার কখনো সারা গায়ে মাটি লাগিয়ে কৃষকদের সন্মানের কথাও বলেছেন। এবারে আনলকে একটু সাইকেল চালিয়ে নিলেন ভাইজান। মুখে মাস্ক পড়ে রাস্তায় নিরিবিলিতে সাইকেলিং করছেন সালমান। নিজের সাইকেল চালানোর ছবি পোস্টও করেছেন তিনি। কিন্তু অঘটন এর মাঝেই ঘটলো। নেটিজেনরা এরই মধ্যে নানান কটূক্তি করে। বৃহত্তর সমালোচনার স্বীকার হন।

View this post on Instagram

#StaySafe

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘সাবধানে থাকুন’ এমন একটি ক্যাপশন দিয়েই তিনি নিজের সাইকেলিং এর ছবি শেয়ার করেন। কিন্তু তাতে কি? কেউ কেউ মন্তব্য করেছেন, ” আর কত জনকে চাপা দেবেন?”, ” ড্রাগ নিয়ে বাইসাইকেল চালানোর মজাই কিছু আলাদা”। কেউ বলতে শুরু করেন, সলমন খান সাইকেলে চড়ে আসছেন। সবাই সাবধানে থাকুন।

View this post on Instagram

Rice plantation done . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

প্রসঙ্গত, সুশান্ত কেসের পর থেকে বলিউডের তাবড় তাবড় প্রযোজকদের ও অভিনেতাদের কোণঠাসা করে ছিলেন কঙ্গনা রানাউত। স্বজনপোষণের তকমা সালমান খানের গায়ে মাটির মত লাগে। এমনকি সালমান খান প্রযোজিত “দ্য কপিল শর্মা শো’ বয়কটের ডাক ওঠে। এছাড়া বিগবসের নতুন সিজনও পিছিয়ে যায়।

একটু পিছনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ২০০২ সালের সেপ্টেম্বর মাসে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়িয়ে যায় সলমন খানের। মাঝ রাতে পানশালা থেকে মত্ত হয়ে ফেরার পথে সলমন বেশ কয়েকজন ফুটপাতবাসীর গায়ে গাড়ি তুলে দেন বলে করা হয় অভিযোগ। সেই রাতে সালমান খানের গাড়িতে একজন পথচারী মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন। ওই সালেই সলমনের বিরুদ্ধে শুরু হয় মামলা। পরে, ২০১৫ সালে এই মামলায় শেষ পর্যন্ত বেকসুর মুক্তি পেয়ে যান সলমন খান। কিন্তু সমালোচনা কোনোভাবেই পিছু হটেনি সালমানের।

About Author