Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ১০০% মরবে এই অ্যান্টিবডির দ্বারা, এমনই দাবি নেদারল্যান্ডের গবেষকদের

গোটা বিশ্ব আতঙ্কে জবুথবু করোনার দাপটে। মারণ করোনা ভাইরাস নিজের প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্ব জুড়ে। আর তার ফলেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে প্রতিনিয়ত। গোটা বিশ্বে এমনকি…

Avatar

গোটা বিশ্ব আতঙ্কে জবুথবু করোনার দাপটে। মারণ করোনা ভাইরাস নিজের প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্ব জুড়ে। আর তার ফলেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে প্রতিনিয়ত। গোটা বিশ্বে এমনকি ভারতে নোভেল করোনা ভাইরাসের প্রভাব ক্রমেই যত প্রকট হচ্ছে বাড়ছে উদ্বেগ। আর এর মধ্যেই দেখা গেল অন্ধকারে আলোর দিশা। নেদারল্যান্ডের উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তাঁরা এমন এক অ্যান্টিবডি আবিস্কার করেছেন যা কোভিড-১৯-কে কুপোকাত করতে একশো শতাংশ সফল।

তবে গবেষকেরা জানিয়েছেন, মানুষের দেহে এই অ্যান্টিবডি কি প্রভাব ফেলবে বা কোনোরকম খারাপ প্রতিক্রিয়া দেখা দেবে কিনা তা পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন, এই মনোক্লোনাল অ্যান্টিবডি মানুষের দেহে প্রবেশ করালে তার প্রক্রিয়া কিরূপ হবে বা অ্যান্টিবডিকে মানব দেহে কোনো ড্রাগের সাথে প্রবেশ করাতে হবে কিনা তা পরীক্ষার মাধ্যমে জানতে হবে। গবেষক দল আরও জানিয়েছেন, এই অ্যান্টিবডি নোভেল করোনা ভাইরাসের একটি অংশে আঘাত হানে। এরপর তা পুরো ভাইরাসকে নির্মুল করে দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত সোমবার জার্নাল নেচার কমিউনিকেশনস্ একটি তথ্য প্রকাশ করে যাতে এই অ্যান্টিবডি সম্পর্কে বলা হয়েছে যে, কোভিড-১৯ ভাইরাসকে সমূলে শেষ করে দেয় এই অ্যান্টিবডি। ৪৭ডি১১ নামক গবেষকদের সৃষ্ট নয়া এই অ্যান্টিবডি কোভিড-১৯-এর স্পাইক প্রোটিন অঞ্চলে আঘাত করে। যার ফলে নির্মুল হয় নোভেল করোনা ভাইরাস। তাই এবার গবেষকদের সৃষ্ট নতুন অ্যান্টিবডি চিকিৎসক মহলে আশার আলো দেখাতে পারবে কিনা তা সময়ের অপেক্ষা।

About Author