সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে দুই পাহাড়ি কন্যার দেখা মিলেছে। তারা একটি নেপালি গানের সাথেই নিজেদের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করছিলেন। উল্লেখ্য দুজনেই যমজ। আর সেই সূত্রেই ঝলকে একই ধরনের শাড়ি পরেছিলেন তারা। খোলা চুলে হালকা মেকাপে মনোরম ওয়েদারেই নিজেদের এই রিল ভিডিওটি বানিয়েছিলেন এই দুই পাহাড়ি কন্যা। অবশ্য সেকথা ঝলক দেখলেই স্পষ্ট হবে। সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকটি তাদের অফিসিয়াল ইনস্টা পেজ ‘গঙ্গা যমুনা লিম্বু’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। নেটদুনিয়ায় তাদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তারা যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই, তা স্পষ্ট হয়। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজেদের এই সাম্প্রতিক নাচের ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত এই দুই পাহাড়ি কন্যা।
Viral Video: শাড়ি পরে এমনভাবে নাচলেন নেপালি যমজ বোন, মানুষের চোখ আটকে গেছে, দেখুন
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন