Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Neha Sharma: কমলা রঙের বোল্ড পোশাকে লাস্যময়ী অভিনেত্রী নেহা শর্মা, ছবি দেখে ঘুম উড়ল অনুরাগীদের

২০০৭ সালে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন নেহা শর্মা। তেলেগু ছবি 'চিরুথা' দিয়েই ডেবিউ করেছিলেন তিনি। অভিনয়ে আসার আগে মডেলিংও করেছেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে ২০১০'এ বলিউডে…

Avatar

২০০৭ সালে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন নেহা শর্মা। তেলেগু ছবি ‘চিরুথা’ দিয়েই ডেবিউ করেছিলেন তিনি। অভিনয়ে আসার আগে মডেলিংও করেছেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে ২০১০’এ বলিউডে ‘ক্রক’ ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই বাহুল্য, ইন্ডাস্ট্রির বোল্ড, সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন নেহা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় নেহাতই কম সক্রিয় নন তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও নিজের অগণিত ভক্তমহলের পাশাপাশি সমগ্র নেটদুনিয়ার সাথে শেয়ার করে নেন অভিনেত্রী। সম্প্রতি তার শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি ও ভিডিওতে তার লুককে কেন্দ্র করেই আপাতত চর্চার আলোয় নেহা শর্মা। তার এই সাম্প্রতিক রূপ রীতিমতো পারদ চড়িয়েছে গোটা নেটমাধ্যমের। রাতের ঘুমও উড়িয়েছে ভক্তদের।

সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে নেহা শর্মা একটি পাঁচ তারা হোটেলে নিজের ঘনিষ্ঠ কোন বন্ধুর সাথে ব্রাঞ্চ করতে গিয়েছিলেন। সেই কথা অবশ্য তার পোস্ট দেখলেই নজরে আসবে। আর সেখানেই খোলা চুলে, হালকা মেকাপে, সাদা হাই হিলে, কমলা রঙের একটি টিউব ব্রা কাটিং , হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে তাকে। এই বেশে তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ। সম্প্রতি ব্রাঞ্চ করতে গিয়েই ঐ পাঁচতারা হোটেল থেকে নিজের বেশকিছু চোখ ধাঁধানো ছবি ও রিল শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে তার অনুরাগীদের মাঝে শোরগোল ফেলেছে। পাশাপাশি শেয়ার করে নিয়েছেন বেশকিছু খাবারের ছবিও, সেই ঝলকও মিলবে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝে।

About Author