সম্প্রতি এই ভোজপুরি অভিনেত্রী একটি সাহসী ফটোশুটে অংশ নিয়েছিলেন। সম্প্রতি সেই ঝলকই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি। ছবিতে একটি সাজানো-গোছানো স্নানঘরে বাথটবের মধ্যেই দেখা মিলেছে অভিনেত্রীর। তোয়ালেই দেখা দিয়েছিলেন তিনি। নুড মেকাপে তার বক্ষভাঁজ ছিল উন্মুক্ত। খোলা চুলে অভিনেত্রীর চোখেও ছিল মানানসই মেকাপ। পাশাপাশি কানে সাদা দুলও পরেছিলেন তিনি। আপাতত বলাই বাহুল্য, ছবিতে অভিনেত্রীর চোখের মোহময়ী দৃষ্টি বিদ্ধ করেছে তার অগণিত ভক্তদের। চোখ ধাঁধিয়েছে অধিকাংশ নেটজনতারও। তবে অভিনেত্রী ক্যামেরার পাশাপাশি বাস্তব জীবনেও বেশ মর্ডান ও সাহসী, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।
Neha Malik: বাথটাবে শুয়ে তোয়ালে পরে এমন পোজ দিলেন ভোজপুরি অভিনেত্রী নেহা মালিক, নায়িকার ছবি তুমুল ভাইরাল
নেহা মালিক বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি রয়েছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও…

আরও পড়ুন